Grammar : Future Continuous Tense

Future Continuous Tense
ঘটমান ভবিষ্যত কাল

ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে এবং তা কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে, Verb Future Continuous Tense হয়। 

এই Tense এ Subject এর পর Person অনুযায়ী  Shall be বা Will be  বসে এবং মূল  Verb এর শেষে ing যোগ করতে হয়। যেমন— 

আমি তাকে পড়াইতে থাকিব।
I shall be teaching him.

সে আমাদের সাথে নাচতে থাকবে।
She will be dancing with us.

তাহারা মাঠে খেলতে থাকবে।
They will be playing on the field. 

Note :
1st Person এর পরে সাধারণত shall be বসে। আর সব Person এ will be বসে। 

বাংলায় চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে সাধারণত করিতে থাকিব, করতে থাকব, করিতে থাকিবে, করতে থাকবে, করিতে থাকিবেন, করতে থাকবেন, করিতে থাকিবি, করতে থাকবি যোগ থাকে। যেমন—

আমি ভাত খেতে থাকব।
I shall be eating rice.

তারা ফুটবল খেলতে থাকবে।
They will be playing football. 

Future Continuous Tense এর গঠন প্রণালী

Affirmative :
Subject + shall be / will be + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension. 

Example : 
তুমি গান করতে থাকবে।
You will be singing. 

শিশুটি কাঁদতে থাকিবে।
The baby will be crying. 

তোমরা তখন ঘুমাতে থাকবে।
You will be sleeping then.

তুমি তাকে পড়াতে থাকবে।
You will be teaching him.

তুমি তার জন্য অপেক্ষা করতে থাকবে।
You will be waiting for him.

সে ক্রিকেট খেলতে থাকবে।
He will be playing cricket. 

সে লিখতে থাকিবে।
He will be writing. 

Negative :
Subject + shall not be/ will not be + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension. 

Example : 
তুমি গান করতে থাকবে না। 
You will not be singing. 

শিশুটি কাঁদতে থাকিবে না।
The baby will not be crying. 

তোমরা তখন ঘুমাতে থাকবে না।
You will not be sleeping then.

তুমি তাকে পড়াতে থাকবে না।
You will not be teaching him.

তুমি তার জন্য অপেক্ষা করতে থাকবে না।
You will not be waiting for him.

সে ক্রিকেট খেলতে থাকবে না।
He will not be playing cricket. 

সে লিখতে থাকিবে না।
He will not be writing. 

Interrogative :
Shall /  Will +  Subject + be + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension + interrogative mark (?)

Example : 
তুমি কি গান করতে থাকবে? 
Will you be singing?

শিশুটি কি কাঁদতে থাকিবে?
Will the baby be crying?

তোমরা কি তখন ঘুমাতে থাকবে?
Will you be sleeping then?

তুমি কি তাকে পড়াতে থাকবে?
Will you be teaching him?

তুমি কি তার জন্য অপেক্ষা করতে থাকবে?
Will you be waiting for him?

সে কি ক্রিকেট খেলতে থাকবে?
Will he be playing cricket?

সে কি লিখতে থাকিবে?
Will he be writing?

Negative — Interrogative :
Shall / Will +  Subject + not + be + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension + interrogative mark (?)

Example : 
তুমি কি গান করতে থাকবে না? 
Will you not be singing?

শিশুটি কি কাঁদতে থাকিবে না?
Will the baby not be crying?

তোমরা কি তখন ঘুমাতে থাকবে না?
Will you not be sleeping then?

তুমি কি তাকে পড়াতে থাকবে না?
Will you not be teaching him?

তুমি কি তার জন্য অপেক্ষা করতে থাকবে না?
Will you not be waiting for him?

সে কি ক্রিকেট খেলতে থাকবে না?
Will he not be playing cricket?

সে কি লিখতে থাকিবে না?
Will he not be writing?

Future Continuous Tense এর ব্যবহার

(১) ভবিষ্যতে কোন কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এইরূপ অর্থে Future Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—

আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকিব?
I shall be waiting for you at the station. 

He will be learning English at 9 p.m 

(২) ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন করার কথা বলতে আমরা Future Continuous Tense ব্যবহার করতে পারি। যেমন—

I shall be arriving at 6:30  tomorrow. 

Shanta will be seeing her sister in the evening. 

(৩) কাহারো পরিকল্পনা সম্পর্কে জানতে Future Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—

What will you be doing in future? 

Will you be singing in the party? 

He will be reading late every night next month. 

(৪) ভবিষ্যতের কোন কাজ নির্দিষ্ট বা ব্যাপক সময়ের পূর্বে আরম্ভ হয়ে পরেও চলতে থাকবে এমন বুঝাতে Future Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—

In a few minutes, the chairman of the meeting will be arriving.

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
Post a Comment (0)
Previous Post Next Post