ভাবসম্প্রসারণ : লোকের ভাল লোকের মন্দ / লোকের সাথে চলে যায়, / কীর্তি ও অকীর্তি জগতে থেকে যায়।

History 📡 Page Views
Published
07-Aug-2018 | 03:57 PM
Total View
518
Last Updated
03-Jun-2025 | 05:37 AM
Today View
0
লোকের ভাল লোকের মন্দ
লোকের সাথে চলে যায়,
কীর্তি ও অকীর্তি জগতে থেকে যায়।

মূলভাব : জন্ম ও মৃত্যু মানুষের স্বাভাবিক পরিণতি সৃষ্টির আদিকাল থেকে এ নীতি চলে আসছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে।

সম্প্রসারিত ভাব : জন্মের সাথে সাথে জীবন সূচিত হয় এবং মৃত্যুর সাথে সাথে তার অবসান ঘটে এর মাঝখানেই কোন সময় স্বাস্থ্য ভাল থাকে, আবার কোন সময় স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কোন কোন সময় সুখ শান্তি থাকে। আবার কোন কোন সময় দুঃখ ও অশান্তির জ্বালা ভীষণ পীড়া দেয়। আর মৃত্যুর সাথে সাথে মানুষ যখন পৃথিবী থেকে চির বিদায় নেয়, তখন তার সুখ-দুঃখ, ভাল-মন্দ এখানে শেষ হয়ে যায়। মৃত্যুর পর তার পশ্চাতে পড়ে থাকে তার কীর্তি ও অকীর্তি। মানুষের দেহ ধূলায় মিশে গেলেও তার কাজ শেষ হয়ে যায় না। যে মানুষ পৃথিবীতে মহৎ কাজ করে তার জীবনের পুষ্পরথ মৃত্যুর পিচ্ছিল পথ ধরে অদৃশ্য হয়ে গেলেও সে তার সুরভিত সুষমা পিছনে ফেলে যায়। তারই সুগন্ধ পৃথিবীতে যারা বেঁচে থাকে তাদের বিমোহিত করে। এটাই তার কীর্তি এবং এজন্যই পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে ও চিরকাল স্মরণ করে। আর যে মানুষ অসৎ কাজ করে, তার মৃত্যুর পরেও তা পুতিগন্ধ ছড়াতে থাকে। সেটাই তার অকীর্তি এবং এ জন্যেই পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করে ও চিরকাল তার কুৎসা ছড়ায়। অতএব মৃত্যুর পর মানুষের সৎ কাজ ও অসৎ কাজ উভয়ই পৃথিবীতে থেকে যায়। সৎ কাজ শ্রদ্ধা ও অসৎ কাজ ঘৃণার উদ্রেক করে।

কাজেই পৃথিবীতে সব লোকেরই অসৎ কাজ বিরত থেকে সৎ কাজ করা উচিত।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)