ভাবসম্প্রসারণ : অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান / অসির চেয়ে মসী বড়।
| History | 📡 Page Views |
|---|---|
| Published 12-Jun-2018 | 03:52:00 PM |
Total View 26.2K+ |
| Last Updated 28-May-2025 | 02:34:05 PM |
Today View 0 |
অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান।
অথবা,
অসির চেয়ে মসী বড়।
মূলভাব : মানুষকে বিধাতা জ্ঞান ও বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে এ সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। শারীরিক শক্তি বা বল প্রয়োগে এ পৃথিবীকে জয় করার জন্য স্রষ্টা মানুষকে জ্ঞান বুদ্ধি দেন নি, বরং সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পৃথিবীকে জয় করার জন্য জ্ঞান বুদ্ধি দিয়েছেন।
সম্প্রসারিত-ভাব : অসি অর্থাৎ, তরবারি; যার ক্ষমতা বিশাল। যে মারণাস্ত্রের সাহায্যে শত্রু দমন হয়, মুতূর্তে লাখ লাখ প্রাণ বিনষ্ট হয়। এমনকি গোটা দেশও সমূলে ধ্বংস হয়। আপাতদৃষ্টিতে অসি অপেক্ষা মসির ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে, তা সত্য নয়। কারণ, মসির ক্ষমতা সাময়িক বা ক্ষণস্থায়ী। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলার প্রমুখ তাদের মরণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগ্বজয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে অক্ষয় আসন লাভ করতে তারা ব্যর্থ হয়েছে। ক্ষণিকের জন্য তারা প্রভাব বিস্তার করলেও, তাদের কার্যক্রম নৃশংস ও কলঙ্কিত হওয়ায় মৃত্যুর পর নিন্দিত হয়েছে, ধিক্কৃত হয়েছে এবং চিরতরে হারিয়ে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে। পক্ষান্তরে, মসি বা লেখনীরূপী অস্ত্রের মাধ্যমে অনেক মনীষী তাঁদের জ্ঞানগর্ভ দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাজনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন, তারা মানবসভ্যতার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়েছেন। তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তাই অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান। আর এজন্যই বলা হয়, ‘Pen is mightier than the sword.’ পার্থিব জীবনে যা কিছু শক্তি বা বল দিয়ে জয় করা যায় না, তা জ্ঞান ও বুদ্ধি দিয়ে খুব সহজেই জয় করা যায়।
এই ভাবসম্প্রসারণটি অন্য বই থেকেও সংগ্রহ করে দেয়া হলো
মূলভাব : মানুষকে বিধাতা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান ও বুদ্ধি দ্বারাই পৃথিবীকে জয় করার ক্ষমতা মানুষের আছে। পার্থিব জীবনে শারীরিক শক্তি বা বল প্রয়োগের কোনো প্রয়োজন নেই।
সম্প্রসারিত ভাব : অসি অর্থ তরবারী। যার ক্ষমতা অত্যধিক, যে মারণাস্ত্রের দ্বারা শত্রু দমন হয়, মুহূর্তে লক্ষ লক্ষ প্রাণ বিনষ্ট হয়। এমন কি গোটা দেশও সমূলে ধ্বংস হয়। আপাতদৃষ্টিতে আসি অপেক্ষা মসীর ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয়। মসী অপেক্ষা অসি মারাত্মক হলেও তার ক্ষমতা সাময়িক বা ক্ষণস্থায়ী। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলার প্রমুখ তাদের মারণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগ্বিজয়ী বীরের উপাধিতে আখ্যায়িত হলেও ইতিহাসে তারা অক্ষয় আসন লাভ করতে ব্যর্থ হয়েছে। তাদের কার্যক্রম নৃশংস এবং কলংকিত বিধায় তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ক্ষণিকের জন্য তার প্রভাব বিস্তার করলেও মৃত্যুর পর তারা নিন্দিত হয়েছে, ধিকৃত হয়েছে এবং চিরতরে হারিয়ে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে। পক্ষান্তরে, মসী বা লেখনীরূপ অস্ত্রের সাহায্যে যেসব মনীষী তাঁদের জ্ঞানগর্ভ দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন, তাঁরা মানব-সভ্যতার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। তাঁদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। কাজেই অসি অপেক্ষা মসী অধিকতর শক্তিমান। আর এজন্যই ইংরেজিতে বলা হয়, "The pen is mighter than the sword."
মন্তব্য : পার্থিব জীবনে যা শক্তি বা বল দিয়ে জয় করা যায় না, তা জ্ঞান ও বুদ্ধি দিয়ে জয় করা যায়।
Leave a Comment (Text or Voice)
Comments (5)
@Guest | 23-Jun-2019 | 05:16:44 AM
Bujhen na valo kotha apni social media te gali diyen na
আরেকটু সহজ করে লেখলে ভালো হয়।
সালা একটা wordও বুঝি নাই
-কৃতার্থ হলাম। ।
সুন্দর