মার্চের দিনগুলি

Grammar : Verb (Auxiliary / Helping Verb)

Verb - ক্রিয়া
(Part - 3)

Auxiliary Verb / Helping Verb

Auxiliary Verb এর সংজ্ঞা ও প্রকারভেদ : 
সঠিক অর্থ প্রকাশে/ tense গঠনে/ mood গঠনে যে verb, main verb কে সাহায্য করে তাকে auxiliary verb বলে। উল্লেখ্য ইংরেজি Auxiliary Verb মোট ১২ টি— (do, be, have, can, may, shall, will, must, dare, need, used to, ought to)।

এদের কে আবার ২ টি ভাগে ভাগ করা যায়। যথা: —
  • Tense/ Primary Auxiliary এবং
  • Modal Auxiliary verb. 

Tense/Primary Auxiliary verb এর বৈশিষ্ট্য : 
১। Tense/Primary Auxiliary verb মূলত ৩ টি (do, have, be) যা মোট ১৪ টি। 
  • Do verb (করা অর্থে) : do, does, did 
  • Be verb (হওয়া অর্থে) : am, is, are, was, were, be, being, been [art, wast, wert –কবিতায় বসে]
  • Have verb (আছে অর্থে) : have, has, had [hast, hadst কবিতায় বসে - Thou you art moon] 

২। Tense/ Primary Auxiliary verb গুলো main verb হিসেবে একা বসতে পারে। বিধায় এদেরকে main verb / auxiliary verb উভয় বলা হয়। যেমন— I am a student. (এই বাক্যে am হচ্ছে main verb)  

৩। Tense/ Primary Auxiliary verb গুলো s, ing, ed, en, form হয়। Do থেকে does, having থেকে had, be থেকে been/ being হতে পারে। 

Modal Auxiliary verb এর বৈশিষ্ট্য : 
১। Modal Auxiliary verb মোট ৯ টি। Can, shall, will, may, must, need, dare, used to, ought to; তবে এগুলো থেকে অন্যান্য modal হতে পারে— could, should, would, might, would have, could have, might have, must have, had better ইত্যাদি। 

২। need, dear, used to ব্যতিত অন্যান্য modal auxiliary verb গুলো কখনো main verb হিসেবে একা বসতে পারে না। তাই এরা সর্বদা main verb এর পূর্বে বসে। যেমন— He can go. 

৩। Modal Auxiliary verb গুলোর কোনো s, ing, ed, en ইত্যাদি form হয় না। অর্থাৎ এরা কখনোই (may থেকে mays কিংবা maying বা mayed হতে পারে না।)। 

বিভিন্ন Modal Auxiliary verb এর ব্যবহার পর্যায়ক্রমে বর্ণনা করা হল : 
Modal Auxiliary verb : Modal Auxiliary verb এর পর সাধারণত main verb এর present form ব্যবহৃত হয়। যেমন : He can do the work. যেসব modal এর সাথে to আছে, যেমন used to, have to, am to, is to, are to ইত্যাদি ক্ষেত্রে স্বভাবই to ঠিক থাকে। যেমন : He used to walk in the morning. 

Semi – Modal Auxiliary verb : যেসব modal verb গুলো নিজেই main verb আবার নিজেই modal verb তাদের Semi – Modal Auxiliary verb বলে। যেমন : need, dare, used to ইত্যাদি। এসব modal ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ প্রদান করে। তাই এখানে গুরুত্বপূর্ণ modal সমূহ আলোচনা করা হল। 

Shall / Should / Ought to এর সাধারণ ব্যবহার
১. ভবিষ্যতে কোন কাজ করবে/ করা হবে এরূপ বুঝাতে shall + v1 ________.
যেমন : We shall go there.  

২. কোন কাজ করা উচিত অর্থ প্রদানে should + v1 ব্যবহার করা হয়। 
যেমন—  He should read the letter. 

৩. সাধারণ বা ভবিষ্যত কর্তব্য প্রকাশ/ কাজ করা উচিত অর্থ প্রদানে should/ ought to + v1  ব্যবহার করা হয় ; যেমন —
You should obey your parents. 
You ought to obey your parents. 

৪. কোন কাজ করতে, উক্ত কাজের পিছনে 'একটা ভয়/ কাজটা দ্রুত করলে ভাল হয়/ দ্রুত করা উচিত' এরূপ বুঝাতে ১ম বাক্য + lest + subject + should + v1 _________ হয়। তবে কোন কোন ক্ষেত্রে should না থাকলে might ব্যবহার করা যায়। বাক্যে lest এর অন্য অর্থ হলো “otherwise” অন্যথায়। যেমন— 
Walk fast lest you should miss the train.
তাড়াতাড়ি হাটো, ট্রেন মিস করা ঠিক হবে না।/
তাড়াতাড়ি হাটো, অন্যথায় ট্রেন মিস হতে পারে। 

Advanced Learner –দের জন্যে (Should / Ought to এর ব্যবহার) : 
৫. বর্তমানে কোন কাজ করা / করতে থাকা উচিত বোঝাতে should + V + ing ব্যবহৃত হয়। যেমন— 
You should be reading. 
তোমার এখন পড়তে থাকা উচিত।

৬. অতীতে কোন কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি এরূপ বোঝাতে should have + v3 __________  বসে। যেমন : 
You should have gone to the college. 
তোমার কলেজে যাওয়া উচিত ছিল (কিন্তু যাওয়া হয় নি)। 

৭. অতীতে কোন কাজ করা উচিত ছিল না কিন্তু করা হয়েছে এরূপ বোঝাতে should have not + v3 ________  বসে। যেমন :
He should not have gone to the college. 
তার কলেজে যাওয়া উচিত ছিল না। (কিন্তু গিয়েছে)। 


Can / Could এর ব্যবহার

১. Can দ্বারা বর্তমান ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ করা হয়। Can অনুমতি প্রার্থনা করতেও ব্যবহৃত হয়।যেমন : 
I can do the work. (বর্তমান সামর্থ্য) 
Can I go now? (অনুমতি)

২. Can টর past হল could যা দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। যেমন : He Could read all time. 

৩. so that এর পূর্বে present tense হলে so that এর পর can + verb বসে। 

৪. এবং so that এর পূর্বে past tense হলে so that এর পর could + verb বসে। 

Advanced Learner –দের জন্যে (Could এর ব্যবহার) :
৫. বর্তমান সময়ে বিনীত অনুরোধ করতে could ব্যবহার করা যায়। যেমন : Could you tell me now? 

৬. অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি ; এরূপ বুঝাতে could have + v3 ব্যবহৃত হয়৷ যেমন : 
You could have gone there. 
তুমি সেখানে যেতে পারতে। 

৭. অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিলনা কিন্তু করা হয়েছে –এরূপ বুঝাতে could have not + v3 ব্যবহৃত হয়। যেমন : 
He could not have gone there. 
সে সেখানে যেতে পারতো না। (কিন্তু গিয়েছে) 
    
May / Might –এর ব্যবহার

১. অনুমতি প্রার্থনা করতে May বসে। যেমন :
May I come in, Sir?
আমি ভিতরে আসতে পারি, স্যার? 

২. ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান করতে may + v1 ব্যবহৃত হয়। যেমন—  The president may come today. (আসতে পারে)

৩. অতীতের অনুমান করতে might + v1 ব্যবহৃত হয়। যেমন : lf l came, he might go.

৪. যৌক্তিক সিদ্ধান্তের ক্ষেত্রে might ভবিষ্যৎ অর্থ দিতে পারে। যেমন : The sky is cloudly, it might rain.

৫.  বর্তমান সময় অনুমান করতে may/ might + be + V + ing ব্যবহৃত হয়। [হয়ত অর্থ দেয়] যেমন : 
They may/ might be watching TV now. 
তারা হয়ত এখন টিভি দেখছে। 

৬. অতীতের কোনো সম্বন্ধে অনুমান প্রকাশ করতে may/ might + have + v3 _________. যেমন : 
You might have heard about Shakespeare. 
তুমি হয়ত শেক্সপীয়র সম্বন্ধে শুনেছ/ শুনে থাকবে। 

Advanced Learner –দের জন্যে ( maybe / may be এর ব্যবহার) :
হতে পারে বা সম্ভবত : অর্থে adverb হিসেবে maybe একসাথে বসে। অর্থাৎ মাঝে space নাই। আর ক্রিয়া হিসেবে সম্ভাবনা আছে অর্থে may be বসে যেখানে আলাদা/space হয়ে বসে।  

Will / Would –এর ব্যবহার

১. ভবিষ্যৎ ঘটনা প্রকাশ করতে will + v1 ________ বসে; যেমন :
He will go to Dhaka. 
সে ঢাকা যাবে। 

২. সাধারণ অনুরোধ বা বিনীত অনুরোধ করতে would + subject + (not) + v1 _________  বসে। যেমন : 
Would you inform me. 
অনুগ্রহ করে আমাকে জানাবেন। 

৩. অতীতে কোন কাজ হতো এরূপ বুঝাতে would + v1 বসে। তবে passive ক্ষেত্রে would be + v3 বসে। 

Must (be / have) এর ব্যবহার

১. অবশ্যই / বাধ্যবাধকতা অর্থ দিতে must + v1 ________ এবং নিষেধাজ্ঞা বোঝাতে mustn't + v1 ব্যবহৃত হয়। 

২. জানা তথ্য থেকে সঙ্গত অনুমান করে – কোনো কাজ বর্তমানে অবশ্যই চলছে এরূপ বোঝাতে must be + V + ing _________  এই গঠনটি ব্যবহৃত হয়। যেমন : Rahim is back in the team today ; he must be feeling better now. 

৩. জানা তথ্য থেকে সঙ্গত অনুমান করে – কোনো কাজ অতীতে অবশ্যই হইয়াছে এরূপ বোঝাতে must have + v3 এই গঠনটি ব্যবহৃত হয়। যেমন : I have lost one of my gloves, l must have dropped it somewhere. 

Advanced Learning : যৌক্তিক ধরনের বাক্যগুলোতে মাঝে as, so, because উহ্য থাকে। তাই বাংলস করার সময় সুতরাং, তাই, কারণ এসব অর্থ দিয়ে চিন্তা করলে সহজ হয়। যেমন :
The streets are wet; it must have rained  last night. 
রাস্তা ভেজা কারণ গতরাতে অবশ্যই বৃষ্টি হয়েছে।

Had better –এর ব্যবহার

১. Had better দেখতে past perfect এর মত মনে হলেও present / future অর্থ দেয়৷ ইহার পর verb এর present form বসে। কোন কাজের উপদেশ / advice বুঝাতে বসে। 

২. বাক্যে উপদেশ প্রদান করা অর্থ – বরং ভাল বুঝাতে had better ব্যবহার করা হয়। যেমন : 
You had better leave the place. 
বরং স্থানটি ছেড়ে যাওয়াই ভালো। 

৩. কোনো কিছু করা ভাল/উচিত এমন ধারণা প্রকাশ করতে had better + v1 __________  ব্যবহৃত হয়। 

৪. কোনো কিছু করা ভালো না এমন ধারণা প্রকাশ করতে had better not + v1 ___________ ব্যবহৃত হয়। যেমন : I had not be late. 

Would rather এর ব্যবহার

১. কোনো বিষয়কে অধিকতর প্রাধান্য দিতে বা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বুঝাতে would rather _________ than ______ ব্যবহৃত হয়। এবং than এর পূর্বে ও পরে verb এর present form বসে। 

২. কোন বিষয় বরং ভাল এরূপ বুঝাতে would rather + ___________ বসে। যেমন : I would rather go by bus. 

Be to / have to –এর ব্যবহার

১. am to/ is to/ are to + v1 _________  বর্তমানে কোনো কাজ করতে হয় এরূপ অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। যেমন : 
I am to walk at morning daily. 
আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয়। 

২. was to / were to + v1 _________ অতীতে কোনো কাজ করতে হয়েছিল এরূপ অভ্যাস বুঝাতে ব্যবহৃত হয়। যেমন : 
I was to walk at morning daily. 
আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয়েছিল। 

৩. have to/ has to + v1 _________  ভবিষ্যৎ সময়ে অবশ্যই কাজ করতে হবে এরূপ বুঝাতে ব্যবহার হয়; এর না–বোধক don't, doesn't দিয়ে করা যাবে। যেমন : 
You don't have to help me if you don't have time. 
যদি তোমার সময় না থাকে তবে আমায় সাহায্য করতে হবে না।

I have to go. 
আমাকে অবশ্যই যেতে হবে। 

৪. had to + v1 ___________ অতীতে অবশ্যই কোন কাজ করা হয়েছিল এরূপ অভ্যাস বুঝাতে ব্যবহৃত হয়। যেমন : 
I had to walk at morning daily. 
আমাকে অবশ্যই প্রতিদিন সকালে হাঁটতে হয়েছিল।

Be able to – এর ব্যবহার

১. am/ is/ are + able to + v1 _________  বর্তমানে কোনো কাজে সক্ষম আছে এরূপ বুঝাতে ব্যবহার হয়। 

২. was/ were + able to + v1 _________  অতীতে কোনো কাজে সক্ষম ছিলো এরূপ বুঝাতে ব্যবহার হয়।

৩. shall/ will + be + able to + v1 _________  ভবিষ্যতে কোনো কাজে সক্ষম হবে এরূপ বুঝাতে ব্যবহার হয়। যেমন : 
Jeny was able to leave the hospital. 
জেনি হাসপাতাল ছাড়তে সক্ষম ছিল। 

Someday scientists will be able to find a cure for Covid–19. 
কোনো একদিন বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে সক্ষম হবে। 

Be going to –এর ব্যবহার

১. বর্তমানে কোন কাজ হতে যাচ্ছে বুঝাতে am/ is/ are + going to + v1 _______ ব্যবহার হয়। 

২. অতীতে কোন কাজ হতে যাচ্ছিল বুঝাতে was/ were + going to + v1 ব্যবহার হয়। যেমন : 
Look at those black clouds. It is going to rain. 
কালো মেঘের দিকে তাকাও, বৃষ্টি হতে যাচ্ছে। 

Be supposed to – এর ব্যবহার

১. বর্তমানে কোন কাজ করার কথা আছে এরূপ অর্থে ব্যবহার হয়। 

২. অতীতে কোন কাজ করার কথা ছিলো এরূপ অর্থে ব্যবহার হয়। যেমন : 
The train was supposed to arrive at 11. 30 but it was an hour late. 
ট্রেন ১১.৩০ এ পৌছানোর কথা ছিলো কিন্তু এক ঘন্টা দেরিতে এসেছিলো। 

Semi–modal Auxiliary verb
need, near এবং used to এর ব্যবহার

যে modal verb গুলো main verb এর ন্যায় বাক্যে একা বসে অর্থ প্রদান করতে পারে সেগুলোকে Semi–modal Auxiliary verb বলে। যেমন : need, dare, used to ইত্যাদি। মনে রাখবেন এই verb গুলো বাক্যে একা বসলে main verb আর main verb এর আগে বসলে modal verb হয়। 

Main Verb হিসেবে Need –এর ব্যবহার :
১. প্রয়োজন বুঝতে ব্যক্তিবাচক subject + need + object ____________
যেমন : He reads a book. (এখানে sub 3rd person তাই need main verb + s যুক্ত হয়েছে)

২. Need main verb এর পর  to + v1 বসতে পারে। I need to go today. (এখানে need main verb) 

৩. কোন কাজ করা দরকার বুঝাতে বস্তুবাচক যেমন : Your dress needs cleaning. 

৪. কোন কাজ করা দরকার এরূপ বুঝাতে – বস্তুবাচক subject + need + to be + v3 _____________. যেমন : 
Your dress needs to be cleaned. 
তোমার ড্রেস পরিষ্কার হওয়া দরকার।

Modal Verb হিসেবে Need –এর ব্যবহার

১. কোন প্রয়োজন নেই বুঝাতে না বোধক বাক্যে need not + v1 হয়। যেমন : 
He need not go to school. 
তার স্কুলে যাবার দরকার নেই। (এখানে তাই হবে) 

২. কোন কাজ করা প্রয়োজন বুঝাতে – ব্যক্তিবাচক subject + need + v1 __________. যেমন :
I need read the book. 

৩. অতীতে কোন কাজ করার প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে এরূপ বুঝাতে need not have + v3 ব্যবহৃত হয়। যেমন : 
You need not have gone there. 
তোমার সেখানে যাবার দরকার ছিল না। 

৪. অতীতে কোন কাজ করার দরকার ছিল কিন্তু করা হয়নি এরূপ বুঝাতে need + have + v3 ___________. যেমন : 
You need have gone there. 
তোমার সেখানে যাবার দরকার ছিল। 

Dare এর ব্যবহার

১. সাহস/ ধৃষ্টতা/ anger দেখানো বুঝাতে প্রশ্নবোধক বাক্যে dare বসে। যেমন : 
How dare you say so?
তুমি কোন সাহসে এমন কথা বলো? 

২. না–বোধক বাক্যে dare not বসে। যেমন : 
He dare not go there. 
সে সেখানে যাওয়ার সাহস করে না। 

Used to : (be/ used) এর ব্যবহার

১. শুধুই অতীতে অভ্যস্থ ছিলো, যা বর্তমানে আর নেই। এমন বোঝাতে subject + used to + v1 ব্যবহার হয়। যা বাংলায় (ক্রিয়া + তাম/ তেন/ তো/ তে) এরূপ অর্থ দেয়। [সতর্কতা : বাংলায় অভ্যাস/ অভ্যস্থ শব্দটি আসবে না।] যেমন : 
When I was young, l uesd to collect coin. 
যখন আমি যুবক ছিলাম, আমি মুদ্রা সংগ্রহ করতাম। 

২.শুধুই বর্তমানে কোন কাজ করতে অভ্যস্থ বুঝাতে sub + am, is, are + used to + (v1 + ing) ________ বসে। যা বাংলায় (ক্রিয়া + তে + অভ্যস্থ) __________ এরূপ বাংলা অর্থ দেয়। [বাংলায় অভ্যস্থ শব্দটি আসবে] যেমন : 
She is used to walking daily. 
সে প্রতিদিন হাঁটতে অভ্যস্থ৷
(বর্তমান থেকে বর্তমানে আছে) 

৩. অতীত থেকে শুরু হয়ে বর্তমানেও অভ্যস্থ হয়ে আছে এরূপ বাক্যে sub + have got + used to+ (v1 + ing) _____. যেমন : 
I have go used to writing book.
আমি বই লিখতে লিখতে অভ্যস্থ হয়ে গেছি।
(অতীত থেকে বর্তমানে) 

৪. অতীত থেকে শুরু করে অতীতেই অভ্যস্থ ছিলো এমন বাক্যে sub + got + used to + (v1 + ing) _____. যেমন :
I got used to playing Chess.  
আমি দাবা খেলায় অভ্যস্থ ছিলাম।
(অতীত থেকে খেলা শুরু করে অতীতেই শেষ) 

৫. বর্তমান থেকে ভবিষ্যতে অভ্যস্থ হবো এমন অবস্থা বুঝাতে sub + will get + used to + (v1 + ing) _______. যেমন :
We will get used to putting on mask. 
আমরা মাস্ক পড়তে পড়তে অভ্যস্থ হয়ে যাবে। 

ব্যতিক্রম : বাক্যের subject বস্তুবাচক হলে used to  দ্বারা অতীত অভ্যাস না বুঝিয়ে ঐ বস্তুর ব্যবহার বোঝায়। যেমন : Wood is used to make furniture. (আসবাবপত্র তৈরিতে কাঠ ব্যবহার হয়।) আসলে এরূপ বাক্যে 'used to' modal verb নয়। এখানে 'is used' main verb যা passive আকারে বসেছে। to + make হলো infinity। এরূপ আরো উদাহরণ :
Money is used to buy many things. 

Brick is used to build buildings. 

Fire is used to cook food. 

এতোক্ষণ আমরা Auxiliary verb ও Main verb নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরা মূলত finite verb এর দুটি প্রকারভেদ মাত্র। এবার আমরা একটি বাক্যের বিভিন্ন অবস্থান থেকে কিভাবে Finite verb খুঁজে পাব তা নিয়ে কয়েকটি নিয়ম শিখব। 

Identification/ Position of Finite Verb in a Sentence : 
Rule 1 : দেখতে Noun/ adj/ adverb মনে হলেও কোন word, subject এর পরে বসে কাজ সম্পূর্ণ করা বোঝালে তা অবশ্যই finite verb হবে। যেমন : 
Water the plants.
আমি গাছে পানি দেই।

Boys long for holidays.
বালকেরা ছুটি প্রত্যাশা করে। 

Rule 2 : Modal Auxiliary verb (can, could, shall, should etc.) এর পরে কোন word কাজ করা বুঝালে তা finite verb হবে। যেমন : 
A cannot undergo two trials for the same crime.
মানুষ একই অপরাধের জন্য দুইবার সাজা পেতে পারে না।

গোপন রহস্য : কিছু ব্যতিক্রম verb আছে মূলত এই নিয়মে দিয়ে থাকে। এগুলো দেখতে অন্য parts of speech মনে হয়। কিন্তু বাক্যে ব্যবহার করলে verb হতে পারে। তাই এই verb গুলো মুখস্থ করে রাখুন তাতে সমাধান করতে অনেক সুবিধা পাবেন। যেমন : dress মূলত noun কিন্তু verb হিসেবে এর অর্থ (পোশাক পরিধান করা), এরূপ আরো কিছু হলো— 

সাধারণ শব্দ Base form (v1)
Choke (n) বাধা Choke (v) বাধা দেওয়া
Double দ্বিগুণ Double (v) দ্বিগুণ হওয়া
Dress (n) পোশাক Dress (v) পরিধান করা
Fast (adj) দ্রুত Fast (v) রোজা রাখা
Head (n) মাথা Head (v) মাথা দিয়ে মারা
Last (adj) সর্বশেষ Last (v) স্থায়ী হওয়া
Long (adj) দীর্ঘ Long for (v) আকাঙ্খা করা
Man (n) মানুষ Man (v) পরিচালনা করা
Pen (n) কলম Pen (v) লিখা
Right (সঠিক) Right (v) সঠিক করা
Water (n) পানি Water (v) পানি দেওয়া
এর সাথে এগুলোর past form ওই past participle form গুলো মনে রাখবেন।

Rule 3 : যে কোন Relative pronoun এর পরে কোন word কাজ করা বুঝালে তা finite verb হবে। 

Rule 4 : যে কোন Imperative sentence এর শুরুতে finite verb/ v1 বসে। যেমন— Mind your own business. আবার Imperative verb এর পর obj + verb হয়। যেমন—
Let us winter in the Malaysia. 

Rule 5 : Interrogative বাক্যে Auxiliary verb + subject + verb + object + ? হয়। যেমন—
What do you mean by that? 

Rule 6 : to এর পর কোন শব্দ দ্বারা কাজ করা বুঝালে তা infinite verb বলা যায়। যেমন—
Try to better you condition.
তোমার অবস্থার উন্নতি করতে চেষ্টা কর।

To err is human.
মানুষ মাত্রই ভুল করে। 

এই পর্যন্ত Finite Verb এর Auxiliary / Helping Verb সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করা হলো। এর পরবর্তী অংশগুলোতে আমরা Non–Finite Verb নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

إرسال تعليق (0)
أحدث أقدم