মার্চের দিনগুলি

Grammar : Verb (Kinds of Verb)

Verb - ক্রিয়া
(Part - 1)

আমরা Parts of Speech শেখার সময় Verb  কাকে বলে শিখেছি। আমরা তাই এখানে Verb এর শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করব এবং কোন Verb এর কী কাজ এবং একটি বাক্যে Verb কোথায় কিভাবে থাকতে পারে বা একটি বাক্যের ভেতর Verb অবস্থান সহ সকল খুটিনাটি আলোচনা করব। 

Verb (ক্রিয়া) : P. C. Das  এর মতে —
Verb  হলো এমন শব্দ যা কোন কিছু হওয়া, থাকা কাজ করা বোঝায়। 

আবার, Wren & Martin বলেছেন —
A verb is a word used to say something about some person, place or thing. 

নিচের বাক্যগুলো পড়ুন : 
I eat rice. - আমি ভাত খাই।

He reads a book. - সে একটি বই পড়ে।

উপরের বাক্য দুটিতে verb হ'লো eat এবং reads. এদের যা বক্তব্য তা 'এরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। কি ক'রে তা জানলাম? জানা তেমন কঠিন কাজ নয়। আমরা যে verb টিকে যাচাই ক'রে দেখতে চাই যে তা তার কর্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে কিনা, সেই verb টি পর্যন্ত বাক্যটি সমাপ্ত করি। যেমন উপরের দু'টো বাক্যকে শুধু verb পর্যন্ত সংক্ষিপ্ত করে পাই— 
I eat. - আমি খাই।

He reads. - সে পড়ে।

দেখা যাচ্ছে ডান পাশের অংশটুকু কেটে দিলেও verb গুলো তাদের কর্তব্য সম্পন্ন করতে পেরেছে। যদিও আমি কি খাই এবং সে কি পড়ে তা জানা যাচ্ছে না তবুও বাক্য সম্পন্ন করা হয়েছে। এবার নিচের অংশটুকু পড়ুন— 
I to eat. - আমি খেতে।

He to read. - সে পড়তে।

আগের eat এবং read এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু এবার তারা কোন পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নি। "আমি খেতে" এবং "আমি পড়তে" –এর কোনো অর্থ হয় না। এবার আবার নিচের বাক্য দু'টো পড়ুন :  
want to eat. - আমি খেতে চাই।

He wants to read. - সে পড়তে চায়।

একটি চমৎকার জিনিস লক্ষ্য করেছ? প্রত্যেক sentence –এ আরও একটি ক'রে verb ব্যবহার করতে হয়েছে। to eat যদি verb –ই হবে তাহলে তার আরেকটি verb এর সাহায্য নেয়ার দরকার হবে কেন? তাহলে to eat এমন এক প্রকার verb যা তার অর্থকে পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এটি হল non finite verb বা অসমাপিকা ক্রিয়া। আর এই দু'টি বাক্যে want হল সমাপিকা ক্রিয়া বা finite verb। 

যাইহোক, তাহলে দেখা গেল যে— Verb ব্যতিত কোন Sentence  গঠিত হয় না। তাই Verb কে Sentence এর essential part বলে। এককথায় বলা যায়— একটি Sentence এর প্রয়োজনীয় বা মূল অংশ হচ্ছে হচ্ছে Verb বা Finite verb। 

শব্দের শেষে এবং শুরুতে কোন কোন Suffix ও Prefix দ্বারা Verb চেনা যায়, এরকম কিছু উদাহরণ দেখুন : 

Identification of Verb

Noun ও adjective এর ক্ষেত্রে, সাধারণত word এর শেষে en, ify, se, ze, ise, ize, ate ইত্যাদি suffix এবং word এর প্রথমে en, be, em, de, re, im ইত্যাদি prefix থাকলে word টি verb হয়। যেসব শব্দ দ্বারা কোন কাজ করা বুঝায় সেগুলো verb। 

নিচের শব্দগুলোতে ব্রাকেট বন্দি করা Suffix ও Prefix দেখে চিনে নিতে পারেন এরা Verb : 
— Beautify (fy) — সৌন্দর্যমন্ডিত করা  
— Befool (Be) — বোকা বানানো
— Enlighten (En) — আলোকিত করা 
— Ensure (En) — নিশ্চিত করা 
— Realize (ize) — বুঝতে পারা 
— Renew (Re) — নতুন করা
— Broaden (en) — বিস্তৃত করা 
— Delight (De) — আলোকিত করা / হাসি ফুটানো
— Belittle (Be) — হেয় প্রতিপন্ন করা 
— Differentiate (ate) — পার্থক্য দেখানো 
— Economize (ize) — খরচ কমানো
— Empower (Em) — শক্তিশালী করা 
— Enable (En) — সমর্থ করা
— Glorify (fy) — মহিমান্বিত করা
— Heighten (ten) — অধিকতর উচ্চ করা
— Idolize (ize) — শ্রদ্ধা বা সম্মান করা
— Impoverish (Im) — নিঃস্ব বা দরিদ্র করা
— Popularize (ize) — জনপ্রিয় বা প্রচলিত করা
— Nationalize (ize) — জাতীয়করণ করা
— Paralyse (yse) — বাতব্যাধিগ্রস্থ করা 
— Reopen (Re) — বন্ধ থেকে পুনরায় খোলা
— Shortenb(ten) — সংক্ষিপ্ত করা
— Strengthen (en) — শক্তিশালী করা
— Sympathize (ize) — সহানুভূতি সম্পন্ন হওয়া 
— Threaten (en) — হুমকি দেওয়া
— Womanize (ize) — মহিলা স্বভাব তৈরি করা 

অর্থসহ কয়েকটি word যেগুলো Verb এবং Noun উভয়ের কাজ করতে পারে : 
— brush (ঝাড়ু / ঝাড়ু দেওয়া)
— water (পানি / পানি দেয়া) 
— book (বই / সংরক্ষণ করা)
— dream (স্বপ্ন / স্বপ্ন দেখা)
— bag (থলে / পশু শিকার করা)
— arm (অস্ত্র / অস্ত্র সজ্জিত করা)
— interest (সুদ / মনোযোগ আকর্ষণ করা)
— court (আদালত / প্রণয় কামনা করা)
— dog (কুকুর বা অনুসরণ করা)
— waste (অপচয় / অপচয় করা)
— master (প্রভু / আয়ত্ত করা)
— flock (ঝাঁক বা দলবদ্ধ হওয়া)
— second (সেকেন্ড বা সমর্থন করা)
— land (ভূমি বা অবতরণ করা)
— father (পিতা / কর্তৃত্ব করা)
— mind (মন / মন লাগানো)
— eye (চোখ / লক্ষ্য করা)
— hand (হাত / হস্তান্তর করা)
— man (মানুষ / পরিচালনা করা, জনপূর্ণ করা, শক্তিশালী করা)
— study (অধ্যয়ন / অধ্যয়ন করা বা পড়া)
— massacre (হত্যাযজ্ঞ / নির্বিচারে হত্যা করা)
— head (মাথা / অগ্রসর হওয়া, মাথা লাগানো)
— hammer (হাতুড়ি / হাতুড়ি দিয়ে আঘাত করা)
— dance (নৃত্য / নৃত্য করা)
— iron (লোহা / ইস্ত্রি করা)
— cage (খাঁচা / বন্দি করা)
— fish (মাছ / মাছ ধরা)
— telephone (টেলিফোন / টেলিফোন করা)
— pen (কলম / লেখা)
— wallop (আঘাত / প্রচন্ড আঘাত করা)

Verb এর প্রকারভেদ

Verb প্রধানত ২ প্রকার। যথা— 
  1. Finite Verb (সমাপিকা ক্রিয়া)
  2. Non – finite Verb (অসমাপিকা ক্রিয়া)

Finite verb (সমাপিকা ক্রিয়া) আবার ২ প্রকার। যথা— 
  1. Main / Principal Verb (প্রধান বা মুখ্য ক্রিয়া)
  2. Auxiliary Verb / Helping Verb (সহায়ক / সাহায্যকারী ক্রিয়া)

Main / Principal Verb (প্রধান বা মুখ্য ক্রিয়া) আবার ২ প্রকার। যথা— 
  1. Transitive verb (সকর্মক ক্রিয়া) 
  2. Intransitive verb (অকর্মক ক্রিয়া)

Transitive verb (সকর্মক ক্রিয়া) কে ৩ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা— 
  1. Causative verb (প্রযোজক ক্রিয়া)
  2. Cognate verb (সগোত্রীয় ক্রিয়া)
  3. Factitive verb ( প্রয়োজক ক্রিয়া)

Intransitive verb (অকর্মক ক্রিয়া) কে আবার ১ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা— 
  • Linking verb / Copulative verb / Copula verb (সংযোজক ক্রিয়া) 

إرسال تعليق (0)
أحدث أقدم