Grammar : Adjective

Adjective
(বিশেষণ)

Adjective এর বিস্তারিত ধারণা থাকলে article, degree, noun ইত্যাদি টপিক / অধ্যায়ের সাথে সহজে যোগসূত্র স্থাপন করা যাবে। তাই এই অধ্যায়টি ভালোভাবে পড়ুন। 

এই অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ : 
  • Adjective এর সংজ্ঞা এবং প্রকারভেদ সমূহের বিস্তারিত বিবরণ। 
  • Word এর শেষে কোন কোন Suffix থাকলে তা Adjective হয়। 
  • Noun এর সাথে ly যুক্ত হয়ে Adjective হয় এমন কিছু দৃষ্টান্ত। 
  • Adjective এর সহজ চিহ্নিতকরণের ট্রিকস। 
  • সর্বোপরি Adjective নিয়ে আজকের পর আপনার কোনো কনফিউশন থাকবে না আশা করি। 
তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। অবশ্যই পুরো লেখাটি পড়বেন। নয়তো অনেক গুরুত্বপূর্ণ টপিক/ ট্রিক্স মিস করবেন।

Adjective : আমরা Parts of Speech শেখার সময় Adjective কাকে বলে তা জেনেছি। এখানে তবু Adjective এর কিছু পরিচয় জেনে নেওয়া যাক। সেজন্যে নিচের বাক্যগুলো পড়ি :
  • He is a good boy.
  • He gave me five taka.
  • He is the first boy in the class.
  • His conduct is not bad
  • Go to the next door.
  • She gave me much money. 

উপরের বাক্যগুলোতে মোটা অক্ষরের (bold) word গুলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ক্রম ইত্যাদি বুঝিয়ে বিভিন্ন noun ও pronoun কে বিশেষায়িত করছে। এ গুলোকে Adjective বলে।

Adjective এর সংজ্ঞা : J. C. Nesfield এর মতে,
An adjective is a word that is used to qualify a noun or a pronoun.
অর্থাৎ যখন কোন word, noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তখন তাকে Adjective বলে। সুতরাং Adjective মূলত noun এবং pronoun এর সাথে জড়িত। Adjective কে qualifying/ Modifying word বলে। 

Word এর শেষে যেসব Suffix থাকলে Adjective হয় : সাধারণত word এর শেষে tive, sive, ous, ful, ish, less, able, ible, some, like, ic, ant, ent, ing, al, ary, ed ইত্যাদি Suffix গুলো যদি থাকে তাহলে সেই word টি Adjective হয়। উদাহরণ : Beautiful (সুন্দর), hopeful (আশাবাদী), Platonic (শিক্ষাবিষয়ক), Contemporaneous (সমকালীন), Cleaver (চালাক), Legal (বৈধ), Unparalleled (অসমান্তরাল), Organic (দেহ যন্ত্র সংক্রান্ত),  Creative (সৃষ্টিশীল), Comprehensive (পূর্ণাঙ্গ), Prolific (উৎপাদনশীল), Alive (জীবন্ত, প্রাণবন্ত), Plutonic (আগ্নেয়গিরি সংক্রান্ত),  Historical (ঐতিহাসিক), Compliant (একমত), Propitious (শুভ লক্ষণযুক্ত), Miserable (অত্যন্ত দুঃখী), Timid (ভীরু, লাজুক, মুখোচোরা), Magnificent (গুরুত্বপূর্ণ), Exciting (উত্তেজনাকর), Savoury (মসলাদার/ সুস্বাদু),  Live/ Living (জীবন্ত) ইত্যাদি। এছাড়াও noun + ly, noun + al, noun + y ইত্যাদি থাকলে এরা Adjective হয়। যেমন— fatherly, miserly, kingly, lonely ইত্যাদি। 

আসল কথা হল : শব্দগুলো যদি অর্থসহ মুখস্থ করতে পারেন তাহলে Adjective এর সকল প্রশ্ন অনায়াসেই উত্তর করতে পারবেন। 

Advanced Learning : খেয়াল করুন— 'adjective' শব্দটির সাথে 'tive' থাকা সত্ত্বেও word টি adjective না হয়ে বরং নিজেই noun। কারণ এটি parts of speech এর একটি প্রকারভেদের নাম। এরূপ parts of speech এর আটটি প্রকারভেদের প্রত্যেকটি এক একটি noun। অর্থাৎ এই আটটি word তথা pronoun, noun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection প্রত্যেকটি noun word। adjective (noun) এর adjective form হচ্ছে Adjectival এবং Adverb form হচ্ছে  Adjectivally ; এরূপ pronoun এর adjective pronominal ; Verb এর adjective হচ্ছে verbal ; Conjunction এর adjective হচ্ছে  conjunctional ; Preposition এর adjective হচ্ছে Prepositional ; Number এর adjective হচ্ছে Numeral। 

(এগুলোর প্রায়ইশ বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই ভালোভাবে মনে রাখুন) 

Noun এর সাথে ly যুক্ত হয়ে Adjective হয় এরূপ কিছু দৃষ্টান্ত দেখুন : Noun এর সাথে ly যোগ করলে তা Adjective হয়ে যায়। অনুরূপভাবে Adjective এর সাথে ly যোগ করলে তা Adverb হয়ে যায়। অর্থাৎ 

Noun এর সাথে ly যুক্ত হয়ে Adjective 
Example : brother + ly = brotherly (adj) 

Adjective এর সাথে ly যুক্ত হয়ে Adverb 
Example : beautiful + ly = beautifully (adv) 

নিম্নে কিভাবে থেকে গঠন হয় এমন কিছু শব্দের উদাহরণ দেওয়া হল : 
Noun Adjective
Father (পিতা) Fatherly (পিতাসুলভ)
Month (মাস) Monthly (মাসিক)
God (ঈশ্বর) Godly (ঈশ্বরবিশ্বাসী)
Home (ঘর) Homely (সাদাসিধা)
World (বিশ্ব) Worldly (পার্থিব)
Heaven (স্বর্গ) Heavenly (স্বর্গীয়)
Man (পুরুষ) Manly (পুরুষালি)
King (রাজা) Kingly (প্রভাবি/ রাজকীয়)
Brother (ভাই) Brotherly (ভ্রাতৃসুলভ)
Coward (ভীতু) Cowardly (ভীরু)
Time (সময়) Timely (সময়োচিত)
Miser (কৃপণ) Miserly (কৃপণ/ ব্যয়কুণ্ঠ)
Mother (মাতা) Motherly (মাতৃসুলভ)
Year (বৎসর) Yearly (বাৎসরিক)
Friend (বন্ধু) Friendly (বন্ধুসুলভ)
Week (সাপ্তাহ) Weekly (সাপ্তাহিক)
Scholar (বিদ্বান) Scholarly (বিদ্যানুরাগী)

(এগুলোর প্রায়ইশ বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই ভালোভাবে মনে রাখুন। নিম্নে কিছু তুলে ধরছি— 

1. The adjective of the word "mother" is— Ans : motherly 

2. The adjective of the word "Heaven" is— Ans : heavenly 

3. The adjective of the word "World" is— Ans : Worldly 

4. Mr. Rohan is very friendly. Here 'friendly' is— Ans : an adjective 

5. The word "manley" (পুরুষালি/ পুরুষ সংক্রান্ত/ পৌরুষপূর্ণ) is— Ans : an adjective 

6. Homely শব্দটি কোন parts of speech? Ans : adjective 

ব্যবহার / অবস্থান অনুযায়ী Adjective এর প্রকারভেদ : ব্যবহার অনুযায়ী Adjective প্রধানত ২ প্রকার। যথা : 

(1) Attributive Adjective : যখন কোন Adjective বাক্যে Noun এর আগে বসে Noun কে qualify করে অর্থাৎ noun এর দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে Attributive Adjective বলে। 

Structure : (Adjective + Noun)

Example : 
He is a brilliant boy. 
He is a good boy. 

এখানে brilliant এবং good এর উদ্দেশ্য হল boy এর একটি গুণ প্রকাশ করা। brilliant এবং good এখানে boy এর ঠিক আগে বসে সে কাজটি সমাধা করেছে। সুতরাং এখানে brilliant এবং good, Adjective দুটি Attributive হিসেবে ব্যবহৃত হয়েছে।

(2) Predicative Adjective : যখন কোন Adjective, Noun বা Pronoun এর পরে/ একটু দূরে বসে এদেরকে qualify করে অর্থাৎ noun/ pronoun এর দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে Predicative Adjective বলে। 

Structure : (Noun / Pronoun _ _ _ _ _ _ _ Adjective) 

Example : 
Rakib is clever
He is brilliant

উভয় বাক্যেই Adjective নিজ নিজ Subject (Rakib, He) কে qualify করেছে এবং এ কাজ করেছে predicate এর অবস্থান থেকে। সুতরাং বুঝতে পারছ নিশ্চয়ই? clever Rakib বা brilliant he তো লেখা হয় নি। সুতরাং বুঝতেই পারছ adjective এর এই দুই use এর মূল পার্থক্য।

Adjective এর যখন predicative use হয় তখন সাধারণত ঐ adjective কে বলে complement। তখন একে শুধু adjective বলা হয় না। এরূপভাবে noun ও যে এক ধরনের complement তা আমরা Noun টপিক নিয়ে আলোচনার সময় বলেছি। 

Adjective এর প্রকারভেদ : Adjective প্রধানত ৪ প্রকার। যথা : 
  • Adjective of quality (গুণবাচক বিশেষণ) or Descriptive adjective (বিবৃতিমূলক বিশেষণ) 
  • Adjective of quantity (পরিমাণজ্ঞাপক বিশেষণ) or Quantitive Adjective 
  • Adjective of number (পরিমাণবাচক বিশেষণ) or Numeral Adjective 
  • Pronominal Adjective (সর্বনামোদ্ভূত বিশেষণ) 

নিম্নে এসবের Elaborate Discussion বা বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
 
Adjective of quality (গুণবাচক বিশেষণ) : এই প্রকার Adjective কোন noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা (যা পরিমাণ দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে। যেমন :

দোষ : 
  • I am weak today.
  • The crow looks ugly
  • You are a bad boy. 

গুণ : 
  • She is a good girl.
  • Biva is a beautiful girl.
  • The tiger is very strong. 

অবস্থা : 
  • This is a horizontal ( আনুভূমিক) line (রেখা). [রেখাটি কোন অবস্থায় আছে তা বুঝাচ্ছে।]
  • Bangladesh is a plain (সমতল) land. [ভূমির অবস্থা বুঝাচ্ছে।] 

★ Proper Adjective : নিচের উদাহরণগুলো পড় :
  • He married an American lady.
  • He is an lranian boy.

বাক্য দুটিতে American এবং Iranian শব্দ দুটি হল adjective. কিন্তু এদের উদ্ভব ঘটেছে দুটি proper noun থেকে যারা হল যথাক্রমে America এবং Iran. এরূপে proper noun থেকে যখন কোন adjective গঠিত হয় তখন তাকে বলে proper adjective। Proper adjective এর প্রথম অক্ষর সবসময় Capital Letter হয়।

উপরের উদাহরণে American এবং Iranian হল proper Adjective. Proper Adjective কেও এক প্রকার Adjective of Quality বলে। 

Adjective of quantity (পরিমাণজ্ঞাপক বিশেষণ) : এই ধরনের Adjective গুলো সাধারণত কোন (material এবং abstract noun এর ক্ষেত্রে) কিছুর পরিমাণ নির্দেশ করে। যেমন : 
  • much (প্রচুর) : I need much money. 
  • a little (সামান্য) : There is a little milk in the glass.
  • whole (সমূদয়) : The whole class laughed out (হেসে উঠল). 
  • some (কিছু) : Give me some salt.
  • no (কোন নয়) : I have no pens. (আমার কোন কলম নেই।) 
  • none (একটিও না) : Do you have any books of poetry? No, I have none. (none = no + one) 
  • enough (পর্যাপ্ত, যথেষ্ট) : There was not enough rain last year.
  • sufficient (যথেষ্ট, পর্যাপ্ত) : Babies need sufficient milk. 
  • half (অর্ধেক) : Half a loaf (half of a loaf) is better than no loaf. 
  • all (সমস্ত) : The cat drank off all the milk. 

Note : (নিচের বাক্যটি পড়) 
There is no water in the mug.
এখানে no হল একটি descriptive adjective. No –এর পর একটি noun (water) ব্যবহৃত হয়েছে। কিন্তু noun টি যদি অনুক্ত থাকে তাহলে no এর স্থলে none বসে। যেমন— Do you have any such (এরকম কোন) dress? No, I have none ( = no such dress)

Numeral Adjective (সংখ্যাবাচক বিশেষণ) :
নিচের বাক্যগুলো পড়— 
  • They have three goats.
  • She lives in the second room.
  • Many men came to the meeting. 

উপরের বাক্যগুলোতে three (তিনটি), second (দ্বিতীয়), Many (অনেক) adjective গুলো যথাক্রমে goats, roommen —এই noun গুলোর সংখ্যা বুঝাচ্ছে (লক্ষ্য কর, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা —এসব নয়)। এগুলোর সাথে কোন না কোন number (সংখ্যা) জড়িত। যেমন :
three → 3
second → 2
Many → 100 বা 200 (অনির্দিষ্ট)

এজন্যে এদেরকে বলে numeral adjective. তাহলে বলা যায় : যে adjective কোন noun এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় ইত্যাদি বুঝায় তাকে  numeral adjective বলে।

সংজ্ঞা : বিভিন্ন ধরণের সংখ্যাবাচক শব্দগুলো যখন কোন Noun এর পূর্বে বসে এর নির্দিষ্ট বা অনির্দিষ্ট প্রকাশ করে তখন তাকে Numeral adjective বা সংখ্যাবাচক বিশেষণ বলে। 

Types of numeral adjective

Numeral adjective দুই প্রকার। যথা— 

1. Indefinite Numeral Adjective : এরূপ adjective গুলো noun কে অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। যেমন—  Many (অনেক), several (বিভিন্ন), some (কিছু), few, all, all, any, a, an, each, every, enough ইত্যাদি। 

2. Definite Numeral Adjective : Noun কে নির্দিষ্ট করে সংখ্যায় প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়। ইহা মোট ৪ প্রকার। যথা : 

(a) Digital number (অংকবাচক সংখ্যা) : 1, 3, 5, 7, 8, 9, 36, 93, 72, 90 ইত্যাদি অংকবাচক সংখ্যাগুলোকে Digital number বলে। এইসব সংখ্যাসমূহ যখন Adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে Digital Numeral Adjective বলে। 

(b)  Cardinal Number (বানানবাচক সংখ্যা) : One, two, three, four, five, six, eight, nine, ten ইত্যাদি বানানবাচক সংখ্যাগুলোকে Cardinal number বলে। এইসব সংখ্যাসমূহ যখন Adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে  Cardinal Numeral Adjective বলে।

(c) Ordinal Number (ক্রমবাচক সংখ্যা) : first, second, 2nd, third, fourth ইত্যাদি ক্রমবাচক সংখ্যাগুলোকে Ordinal number বলে। এইসব সংখ্যাসমূহ যখন Adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে Ordinal Numeral Adjective বলে।

(d) Multiple Number (গুণবাচক সংখ্যা) : Single, double, triple, quadruple ইত্যাদি গুণবাচক সংখ্যাগুলোকে Multiple number বলে। এইসব সংখ্যাসমূহ যখন Adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে Multiple Numeral Adjective বলে। 

কোন Adjective কোন সংখ্যার কতগুণ তা প্রকাশ করতে : multiple → cardinal + fold 

Example :
cardinal fold multiple
two fold twofold (দুইগুণ/ দ্বিগুণ)
three fold threefold (তিনগুণ)
four fold fourfold (চারগুণ)
five fold fivefold (পাঁচগুণ)

তোমাদের বোঝার সুবিধার জন্য নিম্নে Cardinal Number এবং Ordinal Number এর পার্থক্য স্পষ্ট করে দেখানো হল : 

Cardinal Ordinal Number
one (এক) first (প্রথম)
two (দুই) second (দ্বিতীয়)
three (তিন) third (তৃতীয়)
four (চার) fourth (চতুর্থ)
five (পাঁচ) fifth (পঞ্চম)

★ নোট : Ordinal Numeral Adjective এর আগে the ব্যবহৃত হয়। অর্থাৎ the + Ordinal Numeral Adj. + Noun 
Example : 
He lives in the second room or compartment. 

তোমাদের বোঝার সুবিধার জন্য নিম্নে Cardinal Number এবং Multiple Number এর পার্থক্য স্পষ্ট করে দেখানো হল : 

Cardinal Multiple Number
one (এক) single (একক)
two (দুই) twofold, double (দ্বিগুণ, দ্বিবিধ)
three (তিন) threefold, treble, triple (ত্রিবিধ, তিনগুণ)
four (চার) fourfold, quadruple (চারগুণ, চতুর্বিধ)
five (পাঁচ) fivefold (পাঁচগুণ)

এবার একসাথে উপরোক্ত প্রকারভেদের সূক্ষ্ম পার্থক্যগুলো দেখুন— 

Digital Cardinal Ordinal Multiple
1 one first single
2 two second double
3 three third threefold or treble

Advanced Learning - 1
একটু আগে আমরা বলেছি যে— all, some, enough ইত্যাদি হল quantattive adjective। আবার এগুলোকে numeral adjective ও বলা হয়। এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আমাদের সবার মনে উঁকি দেয়। যে এগুলো যদি quantattive হয় আবার numeral হয়, তাহলে বুঝবো কেমন করে কখন এগুলো quantattive আবার কখন এগুলো numeral। আর এই সংশয় দূর করুন সহজেই। 

সমাধান ১ : All (বা অন্য adj.) + Uncountable Noun =  Quantitative Adjective 

সমাধান ২ : All (বা অন্য adj.) + Countable Noun =  Numeral Adjective 

Advanced Learning 2
যেহেতু অনেকদিন আগে পড়েছি Countable এবং Uncountable Noun সম্পর্কে। তাই এখানে আবারও বলা হচ্ছে। 

Countable Noun : যা গণনা করা যায়, তার নামকে Countable Noun বলে।

Uncountable Noun : যা গণনা করা যায় না কিন্তু কোনো না কোনো উপায়ে এগুলোর পরিমাণ নির্ণয় করা যায়, তার নামকে Uncountable Noun বলে। 

Pronominal Adjective এর সংজ্ঞা এবং প্রকারভেদ সমূহ : 
Pronominal Adjective : যখন কোন pronoun শব্দগুলো, adjective এর কাজ করে তখন তাকে Pronominal Adjective বলে। সহজ কথায়— noun এর পূর্বে কোনো pronoun থাকলে সেটি দ্বারা noun কে modify করলে তা Pronominal Adjective হয়।

ইহা বিভিন্ন ধরনের হতে পারে। যথা : 
(i) Demonstrative Adjective : This, that, those, these, the same ইত্যাদি adjective এর মত ব্যবহার হলে তাকে Demonstrative Adjective বলে। Example :
  • I know this man.
  • Those / these mangoes are sweet.

Note : অতীতকালে বা ঐ সমস্তগুলো বুঝাতে those + noun plural হয়; Gone are those days when we used to go fishing. (চলে যাওয়া ঐ সমস্ত দিনগুলোতে আমরা মাছ ধরতাম।) 

(ii) Distributive Adjective : Each, Every, Either, Neither ইত্যাদি distributive pronoun গুলো adjective এর কাজ করলে তাকে Distributive Adjective বলে। Example : 
Neither report is true.

(iii) Interrogative Adjective : What, Which ইত্যাদি interrogative pronoun গুলো noun এর পূর্বে বসে adjective এর কাজ করলে তাকে Interrogative Adjective বলে। Example : 
What colour do you like? 

(iii) Relative Adjective : What, which, whose ইত্যাদি Relative pronoun গুলো noun কো নির্দেশ করলে এগুলোকে Relative Adjective বলে। Example :
This is the room whose windows I opened. 

(iv) Possessive Adjective : My, our, your, his, her, their, its, Rakib's ইত্যাদি noun এর পূর্বে বসলে সেগুলোকে Possessive Adjective বলে। এরা সর্বদা Noun এর আগে বসে। Example : 
This is my car. 

(v) Emphasizing Adjective (জোর প্রদানকারী বিশেষণ) : own, very যখন noun এর পূর্বে বসে noun এর উপর জোর প্রদানকারী বিশেষণরূপে কাজ করে তখন তাকে Emphasizing Adjective বলে। Example : 
Jony will come this very day.
ঠিক আজই আসবে জনি।

Oil your own machine.
আপন চরকায় তেল দাও।

Proper Adjective এবং Noun as Adjective এর ব্যাখ্যা :
Proper Adjective : Proper noun গুলো যখন অন্য কোন noun এর আগে বসে তখন এরা proper adjective। আর এই adj. গুলোর প্রথম অক্ষরগুলো Capital letter হয়। যেমন— (Chinese, African, American, Bangladeshi ইত্যাদি।)  Example : 
He will marry an American girl.
Indian people do not like all. 

Noun as Adjective : যদি দুইটি noun পাশাপাশি বসে, প্রথমটি দ্বিতীয়টিকে বিশেষায়িত করে বিধায় প্রথমটিকে Noun as Adjective বলে। Example : 
It is my English book. 

Hyphenated Adjective এর সংজ্ঞা এবং ব্যাখ্যা : একের অধিক Adjective যদি Hyphen (—) দ্বারা যুক্ত হয় তাকে Hyphenated Adjective বলে। Example :
They have a four–month–old baby. 

Note : এই ধরনের Adjective গুলোর সাথে কখনোও s/ es/ 's যুক্ত হয় না। কারণ এই Adjective গুলোর Plural হয় না। তাই উপরোল্লিখিত উদাহরণে four months লিখলে ভুল হবে। 

Order/ Serial of Adjective (একই সাথে একাধিক Adj. ব্যবহারের) নিয়ম ও ব্যাখ্যা : Noun এর আগে একাধিক adjective আসলে তাদেরকে নির্দিষ্ট ধারাবাহিকতায় সাজাতে হয় আর একেই Order of Adjective বলে। একে সংক্ষেপে D + M + H serial বলে। এখানে— 
  • D = Determiner (সংখ্যা বা পরিমাণবাচক Adj.) 
  • M = Modifiers (অন্যান্য Adj.) 
  • H = Headword (মূল শব্দ/ Noun) 

Determiner — Modifiers — Headword 
A — five hundred word — essay 
(পাঁচশত শব্দের একটি রচনা) 

Three — five hundred word — essays 
( পাঁচশত শব্দের তিনটি রচনা)

Note : modifiers এর সাথে s / es যুক্ত হয় না। determiner অনুযায়ী শেষের noun টি singular / plural হতে পারে। 

Detail Order : Determiners + Opinions (nice, great, etc.) + Size (big, small etc.) + Quality (good, soft etc.) + Color (green, white etc.) + Origin (material / source) + Noun [ এভাবে মনে রাখুন : DOS—Q—CON] 

নোট : determiner এবং noun এর মাঝে সবগুলো হলো modifier। 

How to identify Adj. in a Sentence

Rule — 1 : Noun এর পূর্বে ব্যবহৃত Determiner অথবা এক বা একাধিক Word যখন Noun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তখন তা Adjective হয়।  
Structure :  Determiner/ বিভিন্ন শব্দ (Adjective) + Noun হয়। 

Example : 
I bought a very beautiful golden ring. 

Rule — 2 : Rumultiple Preposition এবং Noun এর মাঝে একটি word adjective হয়। 
Structure : Preposition + Adjective + Noun 

Example : 
Kuakata is a sanctuary of migratory birds. 
Tossing their heads in sprightly dance. 

Rule — 3 : Determiners / Article (a, an, the) ও Noun এর মাঝে একটি মাত্র word/ phrase থাকলে তা Adjective হয়। 
Structure : Determiners / Article (a, an, the) + adjective + Noun হয়। Example : 
This is a nice computer table. 

Rule — 4 : (Main verb / Linking verb এর সাথে ব্যবহৃত adjective) 

সাধারণত Linking verb এর পরে adjective বসে। তবে উক্ত adjective কে modify করতে তার পূর্বে very, really ইত্যাদি adverb বসতে পরে। অন্যান্য main verb এর পর বসে। [Linking verbs = go, grow, be (am, is, are, was, were), become, feel, appear, smell, stay, sound, seem, taste, look, remain ইত্যাদি।] 

গঠন—১ : Linking verbs + adjective যেমন :
Honey tastes sweet

গঠন— ২ : Linking verb + Adverb + Adjective যেমন :
She looks extremely beautiful.  

গঠন—৩ : বাক্যর শুরুতে adjective + verb আসতে পারে। এরূপ গঠন বাক্যের অর্থকে জোড় প্রদানে ভূমিকা রাখে। যেমন :
Sweet are the uses of adversity.
প্রতিকূলতার ফলাফলই মধুর।

গঠন— ৪ : Subject + Main verb + Adverb যেমন :
The candidate did badly and felt bad

Foreign Adjective
বিভিন্ন প্রকার Latin word রয়েছে যেগুলোর Adjective রূপ দেখতে একরকম হয় না, তাই এগুলো মুখস্থ করে রাখতে হয়। নিচে পর্যায়ক্রমে ছকে তা অর্থসহ দেখানো হল— 

Noun Latin Adjective
Bird Avain (পক্ষি সংক্রান্ত)
Cat Feline (বিড়াল সংক্রান্ত)
Dog Canine (কুকুর সম্বন্ধীয়)
East Oriental (প্রাচ্য)
Egg Oval (ডিম্বাকার)
Heart Cordial (আন্তরিক), Cardiac (হৃদপিণ্ড সম্বন্ধীয়)
Head Capital (মস্তক সম্বন্ধীয়, মুখ্য)
Law Legal (বৈধ, আইন সংক্রান্ত)
Name Nominal (নামেমাত্র বা নাম সংক্রান্ত)
Tooth Dental (দন্ত সংক্রান্ত)
Cattle Bovine (গবাদি পশু সংক্রান্ত)
Marriage Nuptial (বিবাহ সংক্রান্ত)
Mouth Oral (মৌখিক, মুখ সংক্রান্ত)
Moon Lunar (চন্দ্রতুল্য, চন্দ্র সংক্রান্ত)
Night Nocturnal (নৈশ, নিশাচর, রাত্রি সংক্রান্ত)
Salt Saline (লোনা/ লবণাক্ত/ লবণতুল্য)
Sea Marine (সমুদ্র সংক্রান্ত বা সামুদ্রিক)
Sun Solar (সৌর, সূর্য সংক্রান্ত)
Time Temporal (সময়গত), Temporary (অস্থায়ী)
Village Rural/ Rustic (গ্রাম্য, গেঁয়ো)
Youth Jevenile (তরুণ, অল্পবয়স্ক)
إرسال تعليق (0)
أحدث أقدم