অনুচ্ছেদ : শীতকাল

শীতকাল


বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে বারো মাসে ছয় ঋতু— গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কালের আবর্তনে প্রতিটি ঋতুই তার স্ব-ম বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতির বুকে হাজির হয়। ষড়ঋতুর মধ্যে শীতের আগমন প্রকৃতিতে আনে নির্মম বার্ধক্যের জড়তা আর সীমাহীন রিক্ততা। এ সময় গাছের পাতা ঝরে পড়ে শ্রীহীন হয়ে যায়। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ মোটা ও গরম কাপড় পরিধান করে। শীতের তীব্রতা ও শিশিরভেজা কুয়াশা ঘেরা ভোরে মানুষের কাজে মন বসে না। কুয়াশার ধূম্রজাল ছিন্নভিন্ন করে ধীরে ধীরে বেলা বাড়তে থাকে। সোনালি রোদে চারদিক ভেসে যায়। সেই রোদের স্পর্শ সকালে যেন এক বিন্দু শিশিরের মতো। টলমল করে কাঁপতে থাকে। শীতকালে খেজুরের রস, পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা ইত্যাদি পিঠাই গ্রামীণ জীবনের শাশ্বত চিত্র। এছাড়া শীতে টাটকা শাক-সবজি, নানা জাতের কপি, টমেটো, মুলা, গাজর, বরবটি, আলু, পিঁয়াজ, সবই শীতের আঁচল থেকে বেরিয়ে আসে। মোটকথা, বৈচিত্র্যময় এই প্রকৃতিতে শীত ঋতু যেন এক নতুন মাত্রা যোগ করে।

1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم