Grammar : Present Indefinite Tense

Present Indefinite Tense
সাধারন বর্তমান কাল

বর্তমান কালে কোন কার্য সম্পন্ন হয়, কিন্তু ইহার সমাপ্তি বা অসমাপ্তি কোনোটাই নির্দেশ করে না, এরূপ বুঝালে Verb এর Present Indefinite Tense বা Present Simple Tense হয়। যেমন—

আমি ক্রিকেট খেলি।
I play cricket.

সে একটি বই পড়ে। 
He reads a book.

আমি বাজারে যাই।
I go to market.

মা আমাকে একটি বোকা বলেন। 
Mother calls me a fool.

তবে বিশদভাবে বলতে গেলে, প্রধানত চিরন্তন সত্য (Universal truth), অভ্যাসগত কর্ম (Habitual fact), কোন বক্তা বা লেখকের উক্তি (Quotation), কোন দেশের সাধারণ রীতি, সত্য ঘটনা, প্রবাদ এবং বর্তমানে কোনো কাজ করা বুঝালে, তাকে Present Indefinite Tense বলে। 

বাংলায় চিনিবার উপায় : করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমায়, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকে। যেমন—

সে ঘুমায়
He sleeps

রাকিব একটি উপন্যাস পড়ে
Rakib reads a novel.

Present Indefinite Tense এর গঠন প্রণালী (Structure)

Affirmative :
Subject + মূল verb এর present form + Extension.

নোট : বাক্যের Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়। [Subject 3rd Person & Singular Number বলতে মূলত He, She, It এবং নাম (Asif, Rakib, Jannatul, Joya)  ইত্যাদি বুঝায়]।

Example : 
আমি বাগানে যাই।
I go to the garden.

সে একটি বই পড়ে।
He reads a book.

আমি ভাত খাই।
I eat rice.

Negative :
Subject + Do not / Does not + মূল verb এর present form + Extension.

Example :
আমি বাগানে যাই না।
I do not go to the garden.

সে একটি বই পড়ে না।
He does not read a book. 

Does ব্যবহৃত হলে verb এর সাথে s / es বসে না

আমি ভাত খাই না।
I do not eat rice.
 
Interrogative :
Do / Does + Subject + মূল verb এর present form + Extension + Interrogative sign (?)

Example : 
আমি কি বাগানে যাব?
Do I go to the garden?

সে কি একটি বই পড়বে?
Does he read a book? 

আমি কি ভাত  খাব?
Do I eat rice?

Present Indefinite Tense এর ব্যবহার

(১) বর্তমান কালের কাজ বুঝাতে : 
মেয়েটি দেখতে সুন্দরী। 
The girl looks beautiful. 

সে একটি গান গায়।
He sings a song.

আমি ইংরেজি শিখি।
I learn English. 

তুমি একটি পাখি দেখ।
You see a bird.

সে নাচে।
She dances.

(২) অভ্যাসগত কর্ম বুঝাতে : 
আমি নিয়মিত পবিত্র কুরআন শরীফ পাঠ করি।
I read the holy Quran regularly. 

সে নিয়মতি ব্যায়াম করে।
He takes exercise regularly. 

মা দিনে তিনবার ভাত রান্না করেন।
Mother cooks rice thrice a day.

পদ্মা বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলে।
The Padma flows through Bangladesh. 

(৩) চিরন্তন সত্য বুঝাতে :
সূর্য পূর্ব দিকে ওঠে।
The sun rises in the east.

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
The earth moves around the sun.

চাঁদ আমাদেরকে আলো দেয়।
The moon gives us light. 

(৪) ঐতিহাসিক সত্য বুঝাতে : 
শাহজাহান তাজমহল তৈরি করেন।
Shajahan builds the Taj.

আকবর মাত্র ১২ বছর বয়সে সিংহাসনে বসেন।
Akbar ascends the throne when he is only twelve years old.


(৫) নিকট ভবিষ্যত বুঝাতে : 
আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব।
I sell the book tomorrow.  

সে এই মাসের ১০ তারিখে আসবে।
He comes on the 10th of this month.

স্কুল বিশ তারিখ খুলবে।
The school opens on the 20th.

(৬) অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কোন অনির্দিষ্ট ঘটনা বা কাজ বুঝাতে : 
আমি ফল এবং শাকসবজি পছন্দ করি।
I like fruits and vegetables. 

মিঃ করিম ইংরেজিতে ভালো কথা বলতে পারেন।
Mr. Karim speaks English well.

এসব ছাড়াও আরো অনেক কিছু বুঝাতে Present Indefinite Tense হয়। যেমন—

(৭) কোন বক্তা বা লেখকের উক্তি উদ্ধৃত করতে :
Shakespeare says, “Life is a tale told by an idiot.” 

(৮) Conditional Sentence এ ব্যবহৃত হয় : 
If he wants, I'll help him.
Unless you read attentively, you will not pass the exam.

(৯) always (সর্বদা), often (প্রায়), usually (সচরাচর), generally (সাধারণত), normally, regularly, seldom (কদাচিৎ), occasionally, sometimes (মাঝে মাঝে), still (তবুও), সময় বোঝাতে— once (একবার), twice (দুইবার); on + (Monday, Sunday, holidays etc), Every এর পর সময়বাচক শব্দ (যেমন: every day, every year, every morning, every time etc), in এর কোন ঋতু (যেমনঃ in winter, in summer) ইত্যাদি adverb গুলো যদি কোন বাক্যে থাকে, তবে বাক্যটি সাধারণত Present Indefinite Tense হয়। উদাহরণ— 

সে সর্বদা সত্য কথা বলে।
He always speaks the truth.

সে নিয়মিত স্কুলে যায়।
He goes to schools regularly. 

তিনি এখানে মাঝেমধ্যে আসেন।
He seldom comes here.


(১০) See, seem, smell, recognise, appear, like, feel, wish, hate, hope, refuse, think, suppose, belief, agree, remember, consist, belong ইত্যাদি verb গুলোর সাধারনত Continuous form হয় না। তাই এগুলো সবসময় Present Indefinite form এ ব্যবহৃত হয়। যেমন— 

আমি একজন মিথ্যাবাদীকে ঘৃণা করি।
I hate a liar.

আমি কিছু উড়ন্ত পাখি দেখছি।
We see some flying bird.

শান্তা অসুস্থবোধ করছে।
Shanta feels unwell.


সতর্কতা :
(i) Here / There দ্বারা বাক্য শুরু হলে বাক্যটি Present Indefinite Tense হয়। যেমন— 
সেখানে অনেক বই আছে।
There are many books.

আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে।
There is a post office in our village. 

(ii) Imperative Sentence এবং Active / Passive যেভাবেই থাকুক না কেন, তা Present Indefinite Tense হয়। যেমন—

এটা করতে দাও।
Let it be done.

(iii) am, is, are, have, has এগুলোর পরে main verb না থাকলে এবং এগুলো যদি main verb হিসেবে ব্যবহৃত হয়, তবে Present Indefinite Tense হয়। যেমন—

আমার একটি গরু আছে।
I have a cow.

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
إرسال تعليق (0)
أحدث أقدم