মার্চের দিনগুলি

Grammar : Past Perfect Tense

Past Perfect Tense
পুরাঘটিত অতীতকাল

অতীত কালের দুটো কাজের ভেতর যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়, তাকে Past Perfect Tense বলে এবং যে কাজটি পরে হয় সেটি Past Indefinite Tense হয়। যেমন— 

ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল।
The patient had died before the doctor came. 

Past Perfect Tense বোঝার সহজ উপায়
নিচের উদাহরণ দুটি পড়ুন :
আমি ভাত খেয়েছিলাম।
I ate rice.

আমি বিছানায় গেলাম।
I went to bed.

লক্ষ করো, দুটি বাক্যের Verb এর Tense —ই Past Indefinite Tense কিন্তু আমরা যদি বাক্য দুটি এমনভাবে যুক্ত করতে চাই যেখানে প্রথম বাক্যের কাজটি আগে এবং দ্বিতীয় বাক্যের কাজটি পরে ঘটবে, তাহলে বাক্যটি এমন হবে—

আমি ভাত খাওয়ার পর বিছানায় গেলাম।

এখানে ২ টি কাজ ঘটেছে। (১) ভাত খাওয়া (২) বিছানায় যাওয়া। যে Tense টি আগে ঘটেছে তাকে Past Perfect Tense বলে।  এখন 

আমি ভাত খাওয়ার পর বিছানায় গেলাম।
I had eaten rice before I went to bed. 
Or, I went to bed after I had eaten rice. 

Past Perfect Tense কে বাংলায় চিনিবার উপায় :
উপরের বাক্য থেকেই নিশ্চয় বুঝা যাচ্ছে Past Perfect Tense এর বাংলা রূপ হল ঠিক Past Indefinite Tense এর মত। শুধু পার্থক্য হল এই যে, কোন ঘটনাটি আগে ঘটেছে। 

[ তবু বোঝার স্বার্থে Past Perfect Tense কে বাংলায় চেনার উপায় বলতেছি। সাধারণত কোন নিদির্ষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন এদের যেকোনো একটি যোগ থাকে। ] যেমন— 

বৃষ্টি থামার পর আমরা স্কুলে রওনা হলাম।
We started for school after the rain had stopped. 

শীতকাল আসার পূর্বে কৃষক ফসল কাটল।
The farmer had reaped the crop before the winter set in. 

Note :
Past Perfect Tense সাধারণত before এর পূর্বে এবং after এর পরে হয়।

Past Perfect Tense এর গঠন প্রণালী

Affirmative :
Subject + had + মূল Verb এর Past Participle + Extension. 

উদাহরণ— 
সে স্টেশনে পৌঁছানের পূর্বে ট্রেনটি ছেড়েছিল।
The train had left the station before he reached. 

খবরটা শোনার পর আমরা রওনা হলাম।
We started after we had heard the news.

ঘন্টা বাজার পূর্বে আমি এসেছিলাম।
I had come before the bell rang.

সূর্য অস্ত যাবার পূর্বে তারা আসল।
They had come before the sunset.

আমি স্কুলে পৌছানোর পূর্বেই ক্লাস শুরু হয়েছিল।
I had reached the school before the class started. 

Negative :
Subject + had not + মূল Verb এর Past Participle + Extension. 

উদাহরণ— 
সে স্টেশনে পৌঁছানের পূর্বে ট্রেনটি ছেড়েছিল না।
The train had not left the station before he reached. 

খবরটা শোনার পর আমরা রওনা হলাম না।
We started after we had not heard the news. 

ঘন্টা বাজার পূর্বে আমি এসেছিলাম না। 
I had not come before the bell rang.

সূর্য অস্ত যাবার পূর্বে তারা আসল না। 
They had not come before the sunset.

আমি স্কুলে না পৌছানোর পূর্বেই ক্লাস শুরু হয়েছিল।
I had not reached the school before the class started. 

Interrogative :
Had + Subject + মূল Verb এর Past Participle + Extension + Interrogative sign (?) 

Example : 
বৃষ্টির পূর্বেই আমি কি বাড়ি পৌছেছিলাম? 
Had I reached home before it rained?

বালকটি কি আমাকে দেখার পূর্বেই কেঁদে উঠল?
Had the boy seen me before he cried out?

আমর কি স্টেশনে পৌঁছার আগেই বৃষ্টি শুরু হল?
Had the rain started before we reached the station?

Past Perfect Tense এর ব্যবহার

(১) দুইটি অতীত কালের বর্ণনা দেওয়া হলে যে কাজটি আগে ঘটেছিল তার Tense টি Past Perfect Tense হয়। যেমন—

The boy went home after the teacher had come. 

I had eaten rice before he came.

He had come to school before the bell rang.


(২) দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, until, once, now, that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার (conjunction এর) পরের verb টির Past Perfect Tense হয়। যেমন —

Incorrect : I could not do it until ten minutes was  over. (দশ মিনিট অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আমি এটা করতে পারি নি।)
Correct : I could not do it until ten minutes had been over. (এখানে had + be এর p. p = had been) 

Incorrect : As soon as he saw me, he laughed aloud. (আমাকে দেখামাত্রই সে জোরে হেসে উঠলো।)
Correct : As soon as he had seen me, he laughed aloud. 

Incorrect : Now that they completed their work, they started for home.
Correct : Now that they had completed their work, they started for home. 

(৩) No sooner + past perfect tense এরূপে ব্যবহৃত হয়। তখন structure হয় নিম্নরূপ :

no sooner + had + S + V (p. p) + O + than + S + V (past) + O 

Example : 
আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল।
No sooner had we reached the station than the train left. 

আমার মামা পাখিটাকে ছুঁতে না ছুঁতে সেটি উড়ে গেল।
No sooner had my uncle touched the bird than it flew away.

চোরটি পুলিশকে দেখামাত্র দৌড়ে পালাল।
No sooner had the thief seen the police than he ran away. 

(৪) hardly + past perfect tense এরূপে ব্যবহৃত হয়। তখন structure হয় নিম্নরূপঃ 

hardly had + S + V (p. p) + O + when + S + V (past) + O 

Example : 
Hardly had my uncle touched the bird when it flew away.

Note :
no sooner → than & hardly → when / before হয়।

একইভাবে, scarcely had → when / before ও ব্যবহৃত হয়।


(৫) অতীতের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা ব্যক্ত করতে কখনও কখনও expect, hope, intend, want ইত্যাদি verb এর Past Perfect Tense ব্যবহৃত হয়। যেমন— 

I had wanted to help them but I did not. 

We had expected that he would able to do this. 

(৬) Just এর সাথে Past Perfect Tense ব্যবহৃত হয় যদি অন্য Verb টির Tense হয়  Past Indefinite. যেমন— 

যখন আমি এলাম সে ঠিক তখনই খাওয়া শেষ করল।
When I came he had just finished eating. 

Azibul Hasan

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
إرسال تعليق (0)
أحدث أقدم