Grammar : Article

Article
পদাশ্রিত নির্দেশক

যে word গুলি noun এর পূর্বে বসে এবং noun এর সংখ্যার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা (demonstrate) নির্দেশ করে তাদেরকে Article  বলে। তিনটি word কে Article রূপে গণ্য করা হয়। যথা : A, An এবং The, তবে এগুলোকে Determiner ও বলা হয়; এদেরকে Demonstrative Adjective ও বলা হয়।  

Article দুই প্রকার। যথা—
(i) Indefinite Article (A, An)
(ii) Definite Article (The) 

Indefinite Article : যে Article কোন ব্যক্তি, বস্তু বা বিষয়ের অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে Indefinite Article বলে। A এবং an কে Indefinite Article বা অনির্দিষ্ট নির্দেশক বলে। কারণ, এগুলো কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না। 

Confusion Clear করুন
Indefinite Article (A, An) শুধু Singular countable noun এর পূর্বে বসে। কখনো uncountable এবং plural noun এর পূর্বে বসে না। Pronunciation / উচ্চারণের ভিত্তিতে an / an বসে। অর্থগত দিক থেকে a / anএর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ব্যবহারিক দিক থেকে a / an এর মধ্যে ব্যাপক পার্থক্য আছে। 

উদাহরণ— 
He is a good boy.

Gold is a useful metal.

He bought a pen.

The boy took an egg.
 
Definite Article : যে Article কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের পূর্বে বসে নির্দিষ্টতা প্রকাশ করে, তাকে Definite Article বা নির্দিষ্ট নির্দেশক বলে। কারণ ইহা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

Confusion Clear
Definite Article (the)  singular এবং plural উভয় প্রকার noun এর পূর্বে ব্যবহৃত হত পারে। 

উদাহরণ— 
The sun rises in the east.

The book is fine.

The Surma is a big river.

The boys are reading. 

Article কার জন্যে এবং এটি কার পূর্বে ব্যবহৃত হয় :
Pronoun, preposition, adverb, conjunction ইত্যাদির পূর্বে কোনো article বসে না। কিন্তু noun / adjective / adverb এর পূর্বেনarticle বসে। যা সর্বদাই noun এর এর জন্যেই বসে। 

উদাহরণ— 
(i) a boy = এখানে noun এর পূর্বে noun এর জন্য a বসেছে।
(ii) a brilliant boy = এখানে adjective এর পূর্বে noun এর জন্য a বসেছে। 
(iii) a very brilliant boy = এখানে adverb এর পূর্বে noun এর জন্য a বসেছে।

[ সুতরাং উদাহরণগুলোতে article টি noun / adjective / adverb যার পূর্বেই বসুক না কেন তা মূলত noun (boy) কে নির্দেশ করার জন্যই বসেছে; তাই বলা যায়— Article বসে শুধু noun এর জন্যই। ] 

শর্টকার্ট রুলস : (A / An) এর জন্য 
(১) যেসব শব্দের বাংলা উচ্চারণে [ ইউ, ওয়া, -হ-, বা অন্যান্য যে কোন উচ্চারণ ] দ্বারা শুরু হয় তাদের জন্য A বসে। 

উদাহরণ— 
a horse (হর্স), a heroic (হিরোয়িক), a holiday (হলিডে), a holy (হলি), a half (হাফ), a hero (হিরো), // a union (ইউনিয়ন), a University (ইউনিভার্সিটি), a ewe (ইউ), a European (ইউরোপিয়ান), a unique (ইউনিক), a unit, a uniform, // A Dalai Lama (মত বুঝাতে) // a child, a BBA student // A Mr / Mrs / Miss (সম্মানিত বুঝাতে) // A few, a little, a good deal, a good many, a great many, a lot of // a must (noun হিসেবে) ইত্যাদি। 

(২) আর যে সব শব্দের বাংলা উচ্চারণে [ অ, আ, ই, উ, এ, এ্যা, ও ] দ্বারা শুরু হয় সেগুলোর পূর্বে An বসে। 

উদাহরণ— 
An honorary (অনারারি), an honourable (অনার্যাবল), an hour (আওয়ার), an honest (অনেস্ট), an heir (এয়ার), an honour (অনারস) // an umbrella, an easy // an ass, an enemy // an hour (আওয়ার), an honest boy (অনেস্ট) // an S.D.O (এস.ডি.ও) an M.A (এম.এ), an O.C. (ও.সি) an F.R.C.S an L.L.B ইত্যাদি।  

Use of Indefinite Article (A, An)

✔ 1 .
Article A এবং An এর ব্যবহার সাধারনত sound  দ্বারা নির্ধারিত হয়। কোন word এর শুরুতে consonant থাকলে তার পূর্বে A বসে।এবং Vowel sound (a, e, i, o, u) থাকলে তাট পূর্বে An বসে। যেমন—

Use of 'A'
a pen, a mango.

a chain, a woman.

a horse, a tree.

a book, a table.

a box, a watch.

Use of 'An'
an umbrella, an apple.

an orange, an idiot.

an inkpot.

an ice cream.

an elephant.

Example with sentence : 
Gold is a useful metal.

The cow is a useful animal. 

This is a unique opportunity / picture. 

This is an oasis. 

A needle is a useful thing.

This is an easy task / question. 

Sohana is a European lady.

✔ 2 .
যদি শব্দের প্রথম অক্ষর H থাকে এবং যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে a বসে এবং H অক্ষরটি Consonant হওয়া সত্ত্বেও যদি অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে a না বসে an বসে। যেমন— 

a house, a horse, a hill, a hospital, an hour, an honest man, an honourable man, an heir. 

Example with sentence : 
The king left an heir.

Put an 'h' here.

I am standing here for an hour.

Habib is an honourable man.

They will / can do it in an hour and a half.

✔ 3 .
উচ্চারণের দিক থেকে : কোন Vowel এর উচ্চারণ বিশেষ করে U, Eu, Ewe এর উচ্চারণ ইউ এর মত হলে এবং 'o' এর উচ্চারণ ওয়া এর মত হলে, উহার পূর্বে an না বসে a বসে। যেমন— 

a ewe, an European, a union, a uniform, a university, a useful book, a one-eyed man, a one taka note, a one-act drama, a unique position. 

* One এর পূর্বে সর্বদাই a বসে। 

✔ 4 .
সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর vowel এর মতো উচ্চারিত তার পূর্বে an বসে। কিন্তু সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর consonant এর মতো উচ্চারিত হলে তার পূর্বে a বসে। যেমন— 

An M.A, an M.B.A, an F.C.P.S, an F.R.C.S, a B.A, a B.A.G, a B.C.S. ইত্যাদি। 

একটা কৌশল মনে রাখতে পারেন :
যেসব অক্ষর উচ্চারণের সময় শুরুতেই উপরের ও নিচের ঠোঁট ফাঁকা রেখে উচ্চারণ করতে হয় তদের পূর্বে a
আর যে সব অক্ষর উচ্চারণের সময় শুরুতেই উপরের ও নিচের ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয় তাগের পূর্বে an

বাক্যে প্রয়োগ : 
He is an M.B.B.S. 

His father is an MP.

Someone, Please call a policeman to catch the thief. 

He has an M.A. from Public University. 

Jalal is an M.Sc in Botany. 

A moonlight night is a remarkable occasion for a beauty seeker. 

He has a B.A. degree.

✔ 5 .
তুলনা করার সময় Proper noun যখন  common noun হিসেবে ব্যবহৃত হয় তখন ইহার পূর্বে a / an বসে।
যেমন—
You are a Nazrul, I see (like Nazrul)

He thinks he is an Alexander Pope (like Alexander pope)

Many a man was present. 

I see you are a Wordsworth. 

✔ 6 .
অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে a ব an বসে। যেমন—

* Mr / Mrs / Miss এর পূর্বে a বসে।

(i) A Mr Alim came to our house yesterday. 

(ii) An Iqbal came here to tell the news.

কিন্তু a বা an বাদ দিয়ে শুধু Mr. Alim ও Iqbal বললে বুঝানো হবে যে বক্তা তাদের পরিচিত ব্যক্তি।

✔ 7 .
Score, dozen, hundred, thousand, million ইত্যাদি word গুলোর পূর্বে a বসে। যেমন—

I bought a dozen of eggs.

There were a thousand of people in the street. 

✔ 8 .
Each বা per (প্রতি) অর্থে a বা an ব্যবহৃত হয়। যেমন— 

He earns one thousand taka a month. 
(a month = per / each month)

He comes twice a week. 
(a week = per / each week)

✔ 9 .
Superlative degree এর ক্ষেত্রে ব্যবহৃত  most word টি যখন very বা খুব বেশি বুঝায় তখন the না বসে a বসবে। যেমন—

He saw a most wonderful sight.
(most = very)

This is a most interesting story.
(most = very) 

✔ 10 .
Number of, amount of, good deal, great deal, good many, great many, a few, a little, a lot of ইত্যাদির পূর্বে article a বসে। আবার, সোয়া বুঝাতে a quarter বসে। এছাড়া বিভিন্ন phrase এ স্বাভাবিকভাবেই article (a) থাকে। যেমন— in a nutshell, in a fix, in a temper, what a chile, a fire ইত্যাদি। 

উদাহরণ— 
There are a few books on the table.

There is a little water in the glass.

He has a lot of money.

I decided to go for a walking with my friend, as I needed some exercise. 

He saw a most wonderful sight.

Birds of a feather flock together. 

Sugar is nice in a cup of tea.

It is a quarter past eleven. 

✔ 11 .
What দিয়ে exclamatory sentence শুরু হলে what এর পরে a / an ব্যবহৃত হয়। যেমন—

What a pretty girl she is!

What an honest man he is! 

What a pretty bird it is!

✔ 12 .
Abstract noun যখন common noun রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a বা an বসে। যেমন—

Salma is a beauty. 
(a beauty = a beautiful girl.)

He is a Justice of the peace.

✔ 13 .
Singular Common noun এর পূর্বে quite, many, such, but, merely, rather, not ইত্যাদি ব্যবহৃত হলে এ ক্ষেত্রে তাদের পূর্বে a বা an বসে। যেমন—

Nasima is but a girl.

Many a man could do this.

He is not such a boy as I expected. 

You are merely a child.

Mr. Rahman is rather an honest man.

✔ 14 .
সমজাতীয় কোনো কিছু বুঝাতে Common noun এর পূর্বে a বা an ব্যবহৃত হয়। যেমন—

Birds of a feather flock together. 
(A feather = of the same feather) 

They are sailing in a same boat.
(a same boat = one boat)

✔ 15 .
কখনও কখনও Preposition অর্থে a ব্যবহৃত হয়। তখন সেই 'a' কে Disguised Preposition বলে। যেমন —

He went a hunting.
(on hunter)

They have gone a fishing.
(on fishing)

The child fell a sleep.
(on sleep)

✔ 16 .
কিছু কিছু word যেমন— cough, headache, cold, temper, rage, hurry, interest এর পূর্বে a/ an ব্যবহৃত হয়। যেমন—

He has a headache.

He flew into a rage.

✔ 17 .
Fixed Article (a / an) for phrases :

In a hurry : I am in a hurry.

A good many : I saw a good many boys there.

Take an interest : They take an interest in this matter.

In a body : They went there in a body.

Turn over a new leaf : After the death of his father he turned over a new leaf.

In a nutshell : Tell me the story in a nutshell. 

In a fix : She is now in a fix what to do.

Cut a sorry figure : The boy has cut a sorry figure in the examination. 

As a matter of fact : He looks a clever but as a matter of face, he is fool.

At a glance : He understands everything at a glance.

All of a sudden : She was angry and left the please all of a sudden. 

At a time : One can not attend two places at a time.

With a view to : We should eat vegetables with a view to getting vitamins. 

✔ 18 .
বড় সময়ের ছোট অংশ বুঝাতে যেমন— কোন দিনে কয়েক ঘন্টা; মাসে কয়েক দিন; ঘন্টায় কয়েক মিনিট; বছরের কয়েক মাস এরূপ বুঝাতে "ছোট সময় + a / an + বড় সময়" এভাবে বসে।

উদাহরণ—
সে মাসে তিনদিন কাজ করে না।
He does not work three days a month.

✔ 19 .
Must noun হিসেবে ব্যবহৃত হলে তার পূর্বে article হিসেবে a বসে। আবার many + a / an + noun + singular বসে। 

উদাহরণ—
It is a must.

Many a man was present. 


উপরের সকল নিয়মের এক নজরে প্রয়োগ

সে এই সম্পদের উত্তরাধিকার। 
He is the heir of the property. 

আমাকে একটি এক টাকার নোট দাও।
Give me a one taka note.

আমি একটি স্বর্ণপদক পেয়েছিলাম।
I am awarded a gold medal.

একজন ঔপন্যাসিক ক্যাথি পার্কার এর সাথে আমি সাক্ষাৎ করতে চাই।
I'd like to meet Cathy Parker, a novelist. 

সে সামান্য কিছু ভুল করেছিল।
He made a few mistakes.

The man has an L.L.B degree. 

I'll be with you in a quarter of an hour.

Use of Definite Article (The)

শর্টকার্ট ম্যাজিক রুলস :  The এর জন্য 
  • সাধারণভাবে নির্দিষ্ট করে বুঝাতে কোন noun এর পূর্বে— the বসে।
  • ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ, পেশার নামের পূর্বে— the বসে।
  • পৃথিবীতে একটাই আছে এমন নদী, সাগর, উপসাগর, মরুভূমি, পর্বত, দ্বীপ, জাহাজ, ট্রেন, এরোপ্লেন, সংবাদপত্র, অট্টালিকা, ধর্মগ্রন্থ, গ্রন্থ ইত্যাদির পূর্বে— the বসে।
  • একাধিক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে— the বসে।
  • Comparative Adjective, Ordinal numeral, Superlative Adjective এর পূর্বে— the বসে।
  • বাদ্যযন্ত্রের নাম, কিছু রোগের নামের পূর্বে— the বসে। "the English" ইংরেজ জাতি বুঝাতে— the বসে। 

ম্যাজিক রুলসের উদাহরণ :— 

➥ The earth, The sky, The world, The universe.

অঙ্গপ্রত্যঙ্গের নাম : leg, ear, head, tail, horn, neck ইত্যাদির পূর্বে— the বসে।

কোন পেশার নাম : Church, Army, Teacher, Bar ইত্যাদির পূর্বে— the বসে। 

নদীর নাম : The Padma, The Meghna, The Jumana ইত্যাদির পূর্বে— the বসে।

সাগর / উপসাগরের নাম : The Bay of Bengal, The Red Sea, The Arabic Sea ইত্যাদির পূর্বে— the বসে।

মহাসাগরের নাম : The Atlantic, The Indian Ocean ইত্যাদির পূর্বে— the বসে।

পর্বতমালার নাম : The Himalayas, The Alps ইত্যাদির পূর্বে— the বসে। 

দ্বীপপুঞ্জের নাম : The Andamans, The West Indies, The Philippines, The Netherlands ইত্যাদির পূর্বে— the বসে।

জাহাজের নাম : The Titanic, The M.V. Akbar ইত্যাদির পূর্বে— the বসে। 

ট্রেনের নাম : The Ulka, The Lalmoirhat Express, The Banolota Express ইত্যাদির পূর্বে— the বসে।

মরুভূমির নাম : The Sahara, The Gobi ইত্যাদির পূর্বে— the বসে।

এরোপ্লেনের নাম : The Airlines, The Bangladesh Biman ইত্যাদির পূর্বে— the বসে।

সংবাদপত্রের নাম : The Prothom Alo, The Daily Star ইত্যাদির পূর্বে— the বসে। 

বিখ্যাত অট্টালিকার নাম : The Tajmahal, The World Trade Center ইত্যাদির পূর্বে— the বসে।

ধর্মগ্রন্থের নাম : The Holy Quran, The Bible, The Ramayan ইত্যাদির পূর্বে— the বসে।

দিকের নাম : The South, The North ইত্যাদির পূর্বে— the বসে। 

➥ The U.K (The United Kingdom), The U.S.A (The United States of America),  The U.A.E (The United Arab Emirates) ইত্যাদির পূর্বে— the বসে।

[❌ Bangladesh, India, England, Britain, Canada ইত্যাদির পূর্বে— the বসে না। ] 

➥ Comparative এর প্রত্যেকটির পূর্বে— the বসে। একে Instrumental "the" বলে।

➥ Ordinal numeral (first, second, third, fourth etc) ইত্যাদির পূর্বে— the বসে।

➥ Superlative Adjective পূর্বে— the বসে।

➥ the flute (বাদ্যযন্ত্রের নাম), gout (গেঁটেবাত), measles (মিজলস— হাম), mumps (মাম্পস— কর্ণগ্রন্থির প্রদাহপূর্ণ ছোঁয়াচে রোগবিশেষ) ইত্যাদির পূর্বে— the বসে। 

The এর সঠিক উচ্চারণ 'দি' নাকি 'দা' :
বাংলা উচ্চারণে [অ, আ, ই, উ, এ, এ্যা, ও] দ্বারা শুরু হয় সেগুলোর পূর্বে the বসলে তা (দি) উচ্চারিত হয়। আর শব্দের উচ্চারণ [ইউ, ওয়া, -হ-, বা অন্যান্য যে কোনভাবে] শুরু হলে সেগুলোর পূর্বে the বসলে তা (দা) উচ্চারিত হবে।

যেমন— the (দি) honest, the horse. তবে আধুনিক ইংরেজিতে এসব এতো ব্যবহার হয় না। 

✔ 1 .
নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে Singular এবং  plural common noun এর পূর্বে— the বসে। যেমন— 

The boy is reading. 

The book is out of print.

The rose is a nice flower.

এখন প্রশ্ন হলো— নির্দিষ্ট করে বুঝবেন কি করে?  

১. আপনি বাংলা করে বুঝতে পারেন।

২. বাক্যের দুটি অংশে একটি অন্যটির উপর নির্ভর করে অর্থ দিলে পূর্বেই নির্দেশিত noun উল্লেখ থাকলে বুঝবেন নির্দিষ্ট করে বুঝাচ্ছে। 

৩. এছাড়া নিচের গঠনগুলো দেখে বুঝতে পারবেন—
  • The noun + of + source ____
  • Preposition + the noun ___
  • The + noun __ who ___

Example :
The water of river.

He is in the garden.

The man who came yesterday.

✔ 2 .
সমগ্র জাতি বুঝাতে Singular Common noun এর পূর্বে the বসে। এরূপ the কে Generalizing 'the' বলে।
যেমন—

The crow is a common bird.

The cow is a beautiful animal.

The cat is fond of milk.

Note :
Common noun যদি plural number হয়, তাহলে তার পূর্বে the বসে না। অবশ্যই যদি নির্দিষ্ট করে বোঝায় কেবল তার পূর্বেই the বসে। যেমন—

Boys are playing football. 

The girls of class ten are fond of sweets.

✔ 3 .
সমগ্র জাতি বুঝাতে man এবং woman এর পূর্বে the বসে না। যেমন—

Man is mortal.
(not the man)

Woman is man's mate.
(not the woman)


✔ 4 .
যে সকল বস্তু পৃথিবাীতে অদ্বিতীয় কিংবা প্রকৃতিতে যার একক অস্তিত্ব রয়েছে তাদের পূর্বে the বসে। আর এরূপ the কে বলা হয় Familiar the. যেমন—

The sun rises in the east.

The earth moves around the sun.

The sky is blue. 

✔ 5 .
পূর্বে উল্লেখিত কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয় বার উল্লেখ করতে উহার পূর্বে the বসে। যেমন—

I saw a man. The man was blind.

I have bought a shirt. The shirt was blue. 

✔ 6 .
অনেক সময় Common noun এর পূর্বে possessive adjective (my. our, his, her, your, their) এর পরিবর্তে the বসে। এরূপ the কে possessive the বলে। যেমন—

He struck me on the bread. 
(my পরিবর্তে the)

Rahim caught him by the car.
(his পরিবর্তে the)

He pulled the cat by the tail. 
(its পরিবর্তে the)
  
✔ 7 .
দুই ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে একই ধরনের গুণগত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের তুলনা বুঝালে, যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the বসে। যেমন—

Rabindranath is the Shakespeare of India.

Sylhet is London of Bangladesh.

Narayanganj is the Dundee of Bangladesh. 

✔ 8 .
Uncountable noun (material noun এবং abstract noun) কে যখন নির্দিষ্ট করে বুঝানো হয় তখন তার পূর্বে the বসে। তবে সেই noun টি  common noun হয়ে যায়। যেমন— 

The rice of Barishal is fine.

The kindness of Mohsin is known to all.

The water of this tank is dirty.

✔ 9 .
কোন adjective যখন বাক্যের প্রথমে  subject 'রূপে ব্যবহৃত হয় তখন ইহার পূর্বে the' বসে এবং ইহা plural common noun এর কাজ করে। যেমন—

The virtuous are happy. 
(the virtuous = virtuous men)

The honest are always happy / rewarded. 
(the honest = honest men)

The poor are born to suffer. 
(the poor = poor men)

✔ 10 .
সাধরন নিয়ম অনুযায়ী Proper noun এর পূর্বে কোন Article বসে না। কিন্তু ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, পর্বতমালা, বিমান, মহাকাশযান, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, মরুভূমি, বিখ্যাত অট্টালিকা, ঐতিহাসিক ঘটনা, ঋতু, তারিখ, দিক এবং সমষ্টি বাচক দেশ ইত্যাদির নামের পূর্বে the বসে। 

ছন্দের সাহায্যে আমরা the এর ব্যবহার শিখি—

নদী, সাগর, দ্বীপপুঞ্জ 
জাহাহাদি, গিরিপুঞ্জ 
জাতি ধর্ম, ধর্মগ্রন্থ
কোর্ট, সিনেট ও সংবাদপত্র 
দিন, তারিখ ও মাসের নাম
আছে যত খ্যাত ধাম
পৃথিবীতে অদ্বিতীয় যত
তার পূর্বে ঞযব ব্যকরণগত।

যেমন—
Dhaka is on the Buriganga. 

The Meghna falls into the Bay of Bengal. 

The Sundarbans is the green forest in Bangladesh. 

The Padma is a big river.

Advanced Learning
(সারাজীবনের যত Confusion, দূর করুন এখন)

(i) পর্বত (Everest / Mount Everest), 

(ii) দ্বীপ (Ceylon), সন্দীপ (Sandwip), 

(iii) অন্তরীপ (Cape of Good Hope — উত্তমাশা অন্তরীপ), 

(iv) হ্রদ (lake, Chilka) ইত্যাদি নামের পূর্বে  Article বসে না যদিও এরা Proper noun হিসেবে ব্যবহৃত করা হয়। 

কিন্তু পর্বতমালা বা দীপপুঞ্জ বুঝালে এর পূর্বে the বসে যা plural হয়। যেমন— পর্বতমালার নাম : The Himalayas, The Alps, Thr Bindha etc এবং দ্বীপপুঞ্জের নামঃ The Andamans, The West Indies, The Philippines, The Netherlands, The Hawai etc.  

মন দিয়ে এটুকু পড়ুন
  • The Himalayas হচ্ছে অনেক পর্বতের সমষ্টি যেখানে সবচেয়ে বড় পর্বতটি হলো Everest / Mount Everest. 
  • The Alps হচ্ছে অনেক পর্বতের সমষ্টি যেখানে সবচেয়ে বড় পর্বতটি হলো Blank/ Mount Blank.
  • The Bindha ভারতের একটি ছোট শ্রেণির পর্বতমালার নাম হলো বিন্ধ/ বিন্ধা পর্বত.
  • The Andamams (আন্দামান) দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত যার রাজধানী Port Blare.
  • The Hayai দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে যা আমেরিকার ৫০ তম / শেষ অঙ্গরাজ্য।
  • Ceylon এটি একটি দ্বীপ যা ১৯৮৪ সালে নাম পরিবর্তন করে শ্রীলংকা রাখা হয়।
  • Sandwip (একটি দ্বীপ) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত পর্যটন কেন্দ্র। 

Example :
Everest is the highest mountain. 

Mount Everest is the highest peak in the Himalayas.

Sandwip is a big island.

The students have gone to see the Himalayas.

The Andamans are in the Indian Ocean. 

✔ 11 .
Adjective এর Superlative Degree এর পূর্বে the বসে। যেমন—

Karim is the best boy in the class.

Dhaka is the biggest city in Bangladesh. 

This is the latest news.

✔ 12 .
যত তত বুঝাতে এবং দুই এর মধ্যে অধিক ভাল বা মন্দ প্রকাশ করতে Comparative Degree এর পূর্বে the বসে [ The more, The merrier (যত বেশি তত আনন্দ)। একে 'Instrumental The' বলে।] যেমন—

The sooner, the better.

The more we have, the more we want.

Rahim is the taller of the two boys.

Rina is the better of the two girls.

This is the better of the two. 

Of the two girls, she is the better. 

The earlier, the better.
(যত আগে তত ভাল)

✔ 13 .
Road এর নামের পূর্বে the বসে। কিন্তু street বা avenue এর নামের পূর্বে the বসে না। যেমন—

I was going along the New Market Road.

My brother lives in Ranked street.

He has a shop on Manik Mia Avenue. 

✔ 14 .
জাতির নাম, ব্যবসার পেশা এবং পরিবারের পরিচয় জ্ঞাপক Noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন—

The English are industrious. 

My uncle joined the Army.

✔ 15 .
কোন Phrase বা clause দ্বারা যদি কোন Noun কে নির্দিষ্ট করা হয়, তাহলে ঐ Noun এর পূর্বে The ব্যবহৃত হয়। যেমন—

The man in green shirt is my brother. 

The man who came here is my friend.

✔ 16 .
Common noun এবং adjective যদি abstract noun ন্যায় ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে the বসে। যেমন—

The mother rose in her at this tragic sight.
(mother = motherly feelings)

Check the beast in you.
(beast = beastly nature) 

✔ 17 .
Morning, noon, afternoon, night, evening ইত্যাদি noun এর আগে in ব্যবহৃত হলে সাধারনত তাদের পূর্বে the বসে। কিন্তু in এর স্থলে at ব্যবহৃত হলে সেক্ষেত্রে the বসে না। যেমন— 

The sun rises in the morning. 

He usually comes at night. 

✔ 18 .
Majority, Minority, People, Public, Police ইত্যাদি collective noun গুলো সাধারণত plural noun হিসেবে গণ্য করা হয় এবং এদের পূর্বে Article 'The' বসে। যেমন— 

The majority of our people are illiterate.

The police have arrested the criminal. 

The people of Bangladesh are polite. 

✔ 19 .
Proper noun এর পূর্বে adjective থাকলে উক্ত adjective এর পূর্বে the বসে। যেমন—

The great Omar was the second Caliph of Islam.

I went to the national park.

✔ 20 .
And দ্বারা যুক্ত যদি দুটি common noun দুজনকে বুঝায় তবে উভয় noun এর পূর্বে the বসে। যেমন— 

The Headmaster and the secretary were present. 

Note :
কিন্তু and দ্বারা হবার পরেও যদি ঐ Noun টি দ্বারা একই ব্যক্তিকে বুঝায় তবে শুধুমাত্র প্রথম Noun টির পূর্বে the বসে।

The Headmaster and secretary were present. 

✔ 21 .
একাধিক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে the :  দুই বা তার অধিক শব্দ দ্বারা গঠিত যেসব দেশের নামের Elaboration হয়। এরূপ নামের পূর্বে the বসে। যেমন— The U.K (The United Kingdom), The U.S.A (The United States of America), The U.A.E (The United Arab Emirates) etc. 

Advanced Learning : Bangladesh, India, England, Britain, Great Britain, Canada ইত্যাদি নামের পূর্বে the বসে না। 

ভুল হয় যেখানে
South Korea, North Korea, South America, New York ইত্যাদি দুটি শব্দ দ্বারা হলেও কোনো দেশের নাম নয়। বরং দেশের অংশ মাত্র বা শহর তাই এদের পূর্বে সাধারণত Article বসবে না। 

উদাহরণ— 
He visited the U.S.A. last year.

He went to Canada and the U.S.A.

I am going to the U.S.A.

He will leave for the U.S.A.

We visited Canada and the United States. 

Omission Of Articles

সাধারণত Proper noun এর পূর্বে article বসে না। যেমন—

Lucky is a beautiful girl.

Delhi is the capital of India.

Newton is a great scientist. 

N.B : কিন্তু proper noun যদি common noun হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে উহার পূর্বে article বসে। যেমন— 

A Newton can not be Milton.

An Omar is not born in all ages.

সাধারণতঃ Meterial noun এর পূর্বে Article বসে না। যেমন

Coal is black but very useful to us.

Cotton grows in India, Egypt and America. 

Gold is a precious metal but iron is a useful metal.

N.B : কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করে বুঝালে Meterial Noun এর পূর্বে the বসে। যেমন—

The water of this pond is dirty.

The gold of Australia is pure.

✔ Abstract noun এর পূর্বেও সাধারণত কোনো article বসে না। যেমন—

Health is wealth.

Honesty is the best policy. 

Kindness is a great virtue.

N.B :  কিন্তু কোনো ব্যক্তির বিশেষ গুণকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে। যেমন—

The kindness of Mohsin is known to all.

The truthfulness of the great prophet is praiseworthy. 

✔ সাধারণত প্রশ্নবোধক বাক্যে kind of, sort of, veriety of, type of, species of থাকলে এদের পূর্বে কোন article বসে না। যেমন—

What kind of flower is it?

What sort of fellow are you?

What species of mosque is Anopheles? 

Have you got cheaper of radio?

N.B : কিন্তু Assertive sentence এর ক্ষেত্রে এদের পূর্বে article বসে। যেমন— 

The rose is a kind of flower.

Malaria is caused by a species of mosquito. 

✔ বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে Article 'the' বসে না। যেমন—

Homer's Illiad is a great epic.

Shakespeare's Hamlet is a famous tragedy. 

Valmiki's Ramayan is a sacred book for the Hindus.

✔ যদি কোন noun এর আগে proper noun + 's থাকে, তাহলে এ noun এর আগে কোনো article বসে না। যেমন—

This is Mr Kamal's house.

That is Sabina's book.

N.B : কিন্তু যদি কোন Noun এর আগে common noun + 's থাকে, তা হলে ঐ Noun এর আগে article বসে। যেমন—

This is a boys hostel.

That is a girls school.

✔ সংশ্লিষ্ট উদ্দেশ্যে যাওয়া বুঝাতে School, College, Church, Bed, Hospital, Market, Prison ইত্যাদি স্থানগুলোর পূর্বে article বসে না।  কিন্তু কোন বিশেষ উদ্দেশ্যে যাওয়া বুঝাতে এ সকল স্থানের পূর্বে the বসে। যেমন—

We go to school / college. (to learn)

Someone goes to church. (to pray)

Someone goes to the bed. (to sleep)

Someone goes to market. (to sell or buy)

Someone goes to prison. (as a punishment) 

I went to the school to see the Headmaster. 

He went to the hospital to see his uncle.

The other day pope visited the church.

We went to the Eastern plaza to have a look of it.

✔ খেলার বা খাবার সংক্রান্ত নামের পূর্বে Article বসে না। যেমন—

We like to play football, cricket, hockey, tennis and badminton. 

He did not have lunch today.

We usually take breakfast at 8:30 a.m.

N.B : কিন্তু খাবার সংক্রান্ত নামের পূর্বে সাধারণত Adjective থাকলে তার আগে article বসে। যেমন—

It was an excellent breakfast. 

We have had a wonderful lunch.

✔ বার, মাস, ঋতু, উৎসব ও ভাষার নামের পূর্বে সাধারণত article বসে না। যেমন—

He will come on Friday. 

I will start a business next Sunday.

He speaks English well.

Winter is the best time for picnic. 

Azibul Hasan
إرسال تعليق (0)
أحدث أقدم