সাধারণ জ্ঞান : ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া কী? — ব্যাকটেরিয়া অসবুজ, এককোষীয় আণুবীক্ষণিক জীব।

ব্যাকটেরিয়া একটি — প্রাক–কেন্দ্রিক।

ব্যাকটেরিয়া কোথায় বাস করে? — জল - স্থল - বাতাসে সর্বত্র।

যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারেনা, তাদের বলে? — অ্যারোবিক ব্যাকটেরিয়া।

যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে, তাদের বলে? — অ্যানারোবিক ব্যাকটেরিয়া।

পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে? — Disease 

শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? — নাইট্রোজেন।

শিম জাতীয় উদ্ভিদে নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে কোন ধরনের ব্যাকটেরিয়া? — রাইজোবিয়াম।

রাইজোবিয়াম একধরনের — ব্যাকটেরিয়া।

নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? — মিথোজীবী।

এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই কোন খাদ্যের সাথে? — দইয়ের সাথে।

নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া সৃষ্টি করে? — কক্কাস।

ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? — ব্যাসিলাস।

হাঁসের প্লেগ রোগ কোন ধরনের ব্যাকটেরিয়া? — Yersenia pestis

ডিপথেরিয়া রোগে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? — গলা (Throat)

অ্যানথ্রাক্স রোগের জীবাণুর নাম কি? — ব্যাসিলাস অ্যানথ্রাসিস।

যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? — রবার্ট কচ।

কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি টিকা ব্যবহার করা হয়? — যক্ষ্মা। 

ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? — লিউয়েন হুক।

লিউয়েন হুক কত সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? — ১৬৭৫ খ্রিষ্টাব্দে।

ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস কেমন প্রকৃতির? — কোষে সংগঠিত কোনো নিউক্লিয়াস নেই।

ব্যাকটেরিয়া হতে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়? — সাবটিলি, পলিমিক্সিন ইত্যাদি। 

পাটের আঁশ পচনের পেছনের কোন ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম?  — Clostridium.

গবাদিপশুর খাদ্য ঘাস, খড় ইত্যাদির প্রধান উপাদান কী? — সেলুলোজ।

বটুলিজম কী? — ব্যাকটেরিয়ার প্রভাবে খাদ্যে বিষাক্ত পদার্থ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বটুলিজম বলে।
إرسال تعليق (0)
أحدث أقدم